promotional_ad

১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পাতানো ছিল?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ম্যাচ গড়াপেটা নিয়ে বোমা ফাটিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তাঁর দাবি, ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি পাতানো ছিল। সম্প্রতি প্রকাশিত আফ্রিদির আত্মজীবনী 'দ্য গেইম চেঞ্জার' থেকে এমন তথ্য পাওয়া গিয়েছে।


১৯৯৯ সালের বিশ্বকাপে ফাইনাল খেললেও গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরে বসেছিল পাকিস্তান। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ের ম্যাচে ২২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানী ব্যাটসম্যানরা মাত্র ১৬১ রানেই গুঁটিয়ে যায়। 



promotional_ad

২০ বছর পর এসে সেই ম্যাচে পাকিস্তানের পরাজয় পাতানো ছিল বলে উল্লেখ করেছেন আফ্রিদি। যদিও ১৯৯৯ বিশ্বকাপের সেই ম্যাচে তিনিও পাকিস্তানের একাদশে ছিলেন। তাঁর আত্মজীবনীতে তিনি লিখেছেন,


'১৯৯৮ সাল থেকে ম্যাচ ফিক্সিং এর অনুসন্ধান চলছিল। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের পর পরিস্কার হয়ে যায়, কিছু না কিছু তো হচ্ছেই পাকিস্তান দলে।


'ওই ম্যাচের পর জানা যায় যে, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বুকিদের নিষিদ্ধ কার্যক্রম চলে আসছে। সেই ম্যাচে ৩৩ টু ১ মাপের বেটিং চলছিল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে।'



শুধু ১৯৯৯ সালের বিশ্বকাপের সেই ম্যাচ নিয়েই নয় ক্রিকেট বিশ্বে পাকিস্তান দলের ম্যাচ পাতানো নিয়ে নানান অভিযোগ রয়েছে। ফিক্সিংয়ের দায়ে সেলিম মালিক, সালমান বাট বা মোহাম্মাদ আমিরদের মত তারকারা ক্রিকেট থেকে নিষিদ্ধও হয়েছিলেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball