promotional_ad

মাশরাফিকে ডু প্লেসিসের পাল্টা জবাব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ২রা জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগার দলপতির প্রত্যাশা প্রথম ম্যাচেই আফ্রিকাকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়বে তাঁর দল। তবে প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিস টাইগার দলপতির ইচ্ছা যে একেবারেই পূরণ হতে দিবেন না তা জানিয়ে দিয়েছেন।


আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফর্মেন্স বাংলাদেশ দলের আত্মবিশ্বাসের পালে দ্বিগুণ হাওয়া দিচ্ছে। বিশ্বকাপের শুরুটা সাফল্যের সাথে করতে চাইছেন মাশরাফি, তাতে বিশ্বকাপে অনেক দূর যেতে পারবেন বলে বিশ্বাস তাঁর। দশ দলের অধিনায়কদের নিয়ে বৃহস্পতিবার আইসিসির আয়োজিত একটি সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন,



promotional_ad

'সর্বশেষ আয়ারল্যান্ডে হয়ে যাওয়া ত্রিদেশীয় সিরিজে আমরা ভালো করেছি । আশা করছি ২ জুন ফাফের দলের বিপক্ষেও ভালো করবো। ক্রিকেটে নিজেদের দিনে যেকোনো দলকেই হারিয়ে দেওয়া সম্ভব । বিশেষ করে বাংলাদেশের মতো দলের জন্য, আমরা যদি শুরুটা ভালো করি, যদি সেটা ধরে রাখি তাহলে আমরা অনেক দূরে যেতে পারব। তবে সে জন্য শুরুটা খুব ভালো হতে হবে।'


টাইগার দলপতির এই বক্তব্যের প্রেক্ষিতে পরবর্তীতে ডু প্লেসিস জানান মাঠে নামতে মুখিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা কোনো প্রকার ছাড় দিবে না প্রতিপক্ষকে। একই সাথে বিশ্বকাপের মঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিতে মুখিয়ে আছে তারা। ডু প্লেসিসের ভাষায়, 


'গত কয়েক বছরে দেখবেন খুব প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট হচ্ছে ঘরে এবং ঘরের বাইরে। এমন নয় যে শুধু ঘরের মাঠেই একটা দল ভালো খেলছে । তবে বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্ট যেটা চার বছরে একবার আসে সেটায় ভালো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরাও অপেক্ষায় আছি মাঠে নেমে পড়ার । আর মাশরাফির ইচ্ছাটা পূরণ হতে দিব না।'



উল্লেখ্য আগামী মাসের ২ তারিখ দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচটি লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে এই ম্যাচ। এর আগে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৩০শে মে নিজেদের প্রথম ম্যাচ খেলবে প্রোটিয়ারা।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball