কোহলিকে নিজ দলে পেলে খুশি হতেন মাশরাফি!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের অধিনায়ক ভিরাট কোহলিকে নিজ দলে পেলে খুশি হতেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপের আগে বৃহস্পতিবার দিন কার্ডিফে অধিনায়কদের নিয়ে করা একটি অনুস্থানে এমনটা জানান তিনি।
ক্রিকেটারদের মতামত, খুনসুটি, খোশ-আমোদের মধ্যে দিয়ে পরিচালিত এই অনুস্থানের একটি পর্যায়ে সব অধিনায়ককে বলা হয়, প্রতিপক্ষের অন্তত একজন ক্রিকেটারকে নিজেদের দলে রাখার সুযোগ মিললে কে কাকে রাখত।
এমন প্রশ্নের জবাবে ভিরাট কোহলির নাম নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। আর কোহলি নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের নাম।

অবশ্য এই বিশ্বকাপে যদি এবি ডি ভিলিয়ার্স খেলতেন তাহলে তাঁকেই বেঁছে নিতেন কোহলি, এমনটাও জানিয়েছেন। ডু প্লেসিসও কোহলির নাম নিয়েছেন।
কোহলির পাশাপাশি ভারতের জাসপ্রিত বুমরাহ এবং আফগানিস্তানের রশিদ খানের কথা বলেন তিনি। রশিদ খানকে দলে চেয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও।
আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের মাধ্যমেই দুজনের সখ্যতা। অনুষ্ঠানে পাক অধিনায়ক সরফরাজ বলেন, দলে ইংলিশ উইকেটরক্ষক জশ বাটলারকে পেলে ভালো লাগত তাঁর।
ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে চেয়েছেন শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে। এছাড়া অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ তাঁর দলে চেয়েছেন আফ্রিকান পেসার কাগিসো রাবাদাকে।
নিজেদের দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গিয়েছে ইয়ন মরগান এবং জেসন হোল্ডারকে। ইংল্যান্ড এবং উইন্ডিজের দলপতি নিজেদের দলে কাউকেই চাননি।