আফগানিস্তান থেকে পিছিয়ে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৫ সালের বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ক্রিকেটে জয়ের হারের দিক থেকে সপ্তম অবস্থানে আছে বাংলাদেশ। পাকিস্তান, শ্রীলঙ্কা ও উইন্ডিজের অবস্থান বাংলাদেশের পরে।
গত চার বছরে বাংলাদেশের জয়ের হার ০.৯৬ শতাংশ। একই সময়ে পাকিস্তান ও শ্রীলংকার জয়ের হার যথাক্রমে ০.৫৯ এবং ০.৩১ শতাংশ। এই তালিকায় সবার নিচে উইন্ডিজ।
তাঁদের জয়ের হার ০.২৯।
তালিকায় শীর্ষে আছে ইয়ন মরগানের দল ইংল্যান্ড। তাঁদের জয়ের হার ২.৫০ শতাংশ। দ্বিতীয়তে থাকা ভারত অনেকটাই পিছিয়ে আছে, ইংল্যান্ডের চেয়ে অনেকাংশে পিছিয়ে থেকে ভারতের জয়ের হার ১.৮১ শতাংশ।
তিন নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসিসের দলের জয়ের হার ১.৬৫ শতাংশ। চতুর্থতে আছে নিউজিল্যান্ড, তাঁদের জয়ের হার ১.৩৪ শতাংশ।
তালিকায় পঞ্চম স্থানে আছে রশিদ খান-গুলবাদিন নাইবদের আফগানিস্থান। তাঁদের জয়ের হার ১.২০। গত চার বছরে শীর্ষ দশ দলের সাথে ১৩টি ওয়ানডে খেলেছে আফগানরা। এরমধ্যে শ্রীলঙ্কা,বাংলাদেশকে হারিয়েছে তাঁরা।
এরপরেই আছে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের দলের জয়ের হার ০.৯৭ শতাংশ। আর তারপরেই বাংলাদেশের অবস্থান। উক্ত তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম স্থানে।