promotional_ad

স্মিথ ও মার্শের কাছে পাত্তাই পেল না উইন্ডিজ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউদাম্পটনের নার্সারি গ্রাউন্ডে উইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এদিন ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেয়া  ২৩০ রানের লক্ষ্য ৭৫ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে যায় অজিরা। 


ব্যাট হাতে ফর্মে ছিলেন স্টিভ স্মিথ এবং শন মার্শ। ৮২ বলে ৭৬ রান এসেছে সাবেক অধিনায়ক স্মিথের ব্যাট থেকে। যেখানে ৫৯ বলে ৫৫ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ৩৫ বছর বয়সী মার্শ। স্মিথের সাথে পঞ্চমে নেমে সেঞ্চুরি রানের জুটি গড়ার মাধ্যমে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি।


ম্যাচ শেষে ইনফর্ম এই ব্যাটসম্যান জানিয়েছেন আসন্ন বিশ্বকাপেও একই ভাবে নিজের ভূমিকা পালন করতে মুখিয়ে আছেন তিনি। দলের প্রয়োজনে যেকোনো পজিশনে খেলতে ইচ্ছুক মার্শের বিশ্বাস এই ইনিংসটি বিশ্বকাপে বাড়তি আত্মবিশ্বাসের খোরাক হিসেবে কাজ করবে। তাঁর ভাষ্যমতে, 



promotional_ad

'আমি মনে করি আ??ি যেকোনো পজিশনে খেলতে পারি। আমি এর আগে আমার ক্যারিয়ারে এক থেকে ছয় নম্বর পর্যন্ত ব্যাটিং করেছি। আমি পরবর্তী দুটি প্রস্তুতি ম্যাচেও ভালো খেলার এবং উপভোগ করার চেষ্টা করব। একই সাথে মাঝের ওভারগুলোতে বেশি সময় থাকার চেষ্টা করবো, দেখা যাক কি হয়। আপনি অবশ্যই আত্মবিশ্বাসী থাকবেন যদি আগেও এখানে রান করতে পারেন। আমি আমার ব্যাটিং উপভোগ করছি। অবশ্যই এটি একটি ভিন্ন চ্যালেঞ্জ। উইকেট ধীর গতির ছিল এবং সেখানে কিছুটা সুইং ছিল।'


এদিকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও ছিলেন এই ম্যাচে দারুণ ফর্মে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান কুল্টার নাইল প্রত্যেকেই পেয়েছেন উইকেটের দেখা। ৮.২ ওভার বোলিং করে মাত্র ৩৪ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন স্টার্ক। যেখানে ২ উইকেট নিতে ৩৬ রান গুনেছেন কামিন্স। আর কুল্টার নাইল দিয়েছেন ২৫ রানের বিনিমিয়ে সমান সংখ্যক উইকেট।


অজি পেসারদের তোপের সামনে ওপেনার এভিন লুইস এবং অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট ছাড়া আর কেউ সুবিধা করতে পারেননি সেভাবে। ৫৬ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন লুইস। আর ৬৪ বলে ৬০ রান এসেছে ব্র্যাথওয়েটের ব্যাট থেকে। এছাড়াও সুনীল আমব্রিস ৩৭ এবং শাই হোপ করেছেন ২১ রান করতে সক্ষম হয়েছেন। শেষ পর্যন্ত টসে হেরে ব্যাটিং করতে নেমে ৪৬.২ ওভারে ২২৯ রানে অলআউট হয় ক্যারিবিয়ানরা।


এই মামুলি লক্ষ্যে খেলতে নামার পর মাত্র ৫ রান করে আন্দ্রে রাসেলের করা বাউন্সারে চোয়ালে আঘাত পান অজি ওপেনার উসমান খাওয়াজা। এরপর আর মাঠে ফেরা হয়নি তাঁর। পরবর্তীতে স্মিথ এবং মার্শের জোড়া হাফসেঞ্চুরিতে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। উইন্ডিজের পক্ষে একটি করে উইকেট নিতে পেরেছেন কার্লোস ব্র্যাথওয়েট, রেইমন রেইফার এবং ওশান থমাস।  



সংক্ষিপ্ত স্কোরঃ 


উইন্ডিজঃ  ২২৯/১০ (৪৬.২ ওভার)  (ব্র্যাথওয়েট-৬০, লুইস-৫০; স্টার্ক-৩৪/২, কুল্টার নাইল-২৫/২) 


অস্ট্রেলিয়াঃ ২৩০/৩ (৩৮.৩ ওভার) (স্মিথ- ৭৬, মার্শ- ৫৫; থমাস-৩৪/১, রেইফার-১৭/১)  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball