বিশ্বকাপে ভাগ্য বদলাতে পারে ফিল্ডিং

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপে বাংলাদেশ দলের মূল সাফল্য নির্ভর করবে ভালো ফিল্ডিংয়ের ওপর, বিশ্বাস টাইগারদের ফিল্ডিং কোচ রায়ান কুকের। তাঁর মতামত ইংল্যান্ডের মাটিতে আশানুরূপ ফিল্ডিংয়ের কল্যাণে ভাগ্য পাল্টাতে পারে মাশরাফিদের।
গত বছরের জুলাইয়ের দিকে উইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছিলেন রায়ান কুক। প্রায় এক বছরে টাইগারদের সাথে কাজ করার পর ফিল্ডিং নিয়ে বেশ সন্তুষ্টই দেখা গিয়েছে এই প্রোটিয়াকে। তবে বিশ্বকাপের আগে ফিল্ডিংয়ের বেশ কিছু কৌশল নিজেদের তূণে রেখে দিচ্ছেন তিনি। কুক বলেছেন,

'আমি মনে করি গত বছরের জুলাইয়ে যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে যোগ দিয়েছিলাম তখন থেকে এখন পর্যন্ত অনেক দূর এগিয়েছি আমরা, অনেক কিছু বুঝতে শিখেছি যে আমাদের কি করতে হবে, অনেক কিছু কৌশল শিখেছি যা আমরা বিশ্বকাপে প্রয়োগ করবো।'
বাংলাদেশের সামর্থ্য নিয়ে অবশ্য কোনও সন্দেহ নেই কুকের। ভালো ফিল্ডারের অভাব দেখছেন না তিনি দলটিতে। তাঁর পাথেয় নিজেদের শক্তিমত্তার জায়গা বুঝে কাজ করাটাই অধিকতর শ্রেয় হবে টাইগারদের জন্য। তাঁর ভাষ্যমতে,
'আমি মনে করি মাঠে প্রতিযোগিতা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আমাদের বেশ কিছু সামর্থ্যবান এবং ভালো ফিল্ডার রয়েছে। কখনো কখনো অন্যদের মতো জোরে বল থ্রো করার শক্তি থাকবে না আপনার, তবে নিখুঁত হতে হবে, কখনো কখনো আপনি অন্যদের মতো দ্রুত হবেন না।
তবে এরপরেও আপনি ক্যাচ লুফে নিতে পারবেন যেটি অন্যরা পারবে না কারণ আপনার তৎপরতা হয়তো অন্যদের থেকে ভালো। সুতরাং আমরা আমাদের শক্তিমত্তার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি।'