আমাদের সেমিফাইনাল খেলা উচিতঃ মাশরাফি

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে দলের সাথে যোগ দিতে বুধবার সকাল সাড়ে দশটায় দেশ ছেড়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। দেশ ছাড়ার আগে সেমিফাইনালে খেলার আশাব্যক্ত করে গিয়েছেন তিনি।
সম্প্রতি ত্রিদেশীয় সিরিজ জয়ের পর বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে ব্যাটিং উইকেটগুলোতে তিন শতাধিক রান করার বা এমন রান অতিক্রম করার আত্মবিশ্বাসও অর্জন করেছে দল, দাবী মাশরাফির। দেশ ছাড়ার আগে ক্রিকফ্রেঞ্জিকে জানান,
'আমি এই ব্যাপারে আত্মবিশ্বাসী যে আমাদের সেমিফাইনালে খেলা উচিত। যেকোনো দিনে যে কাউকে ভালো খেলতে হবে। আমরা এমনভাবে চিন্তা করছি যে আমরা যেন ৩০০-৩৫০ রান অতিক্রম করতে পারি, ত্রিদেশীয় সিরিজে যেভাবে খেলেছি।

'এই মুহূর্তে অবশ্যই তিনশ রান করার বা তা অতিক্রম করার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত। ইংল্যান্ডের ম্যাচগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন প্রচুর রান হচ্ছে।'
প্রায় দেড় মাসের লম্বা বিশ্বকাপে সমর্থকদের ভালোবাসার কোনও কমতি হবে না দলের, মনে করছেন মাশরাফি। বাংলাদেশ জিতুক, এমন প্রত্যাশা নিয়েই খেলা দেখবে সমর্থকরা। মাশরাফির ভাষায়,
'সমর্থকরা কি আশা করছে সেটা নিয়ে ভাবি না। আমি জানি, আমরা যদি বাজেভাবে হারতে থাকি তাহলেও মানুষ আশা নিয়েই আমাদের খেলা দেখবে। ১৮-২০ বছর ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকেই বলছি।
'এক সময় মানুষ খেলা দেখত আমরা খেলতে পারছি কিনা বা মিডল অর্ডারে নির্দিষ্ট কারো খেলা দেখতে। কিন্তু বিষয়টা এখন আর এমন নয়। শেষ ৫-৭ বছরে মানুষ আমাদের জয়ের প্রত্যাশা নিয়েই খেলা দেখে। তাই এখনো তাঁরা তাঁদের প্রত্যাশার পরিবর্তন করবে না।'
ইংল্যান্ডে পৌঁছে বৃহস্পতিবার বিশ্বকাপে অংশ নেয়া সকল দলের অধিনায়ককে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তারপর কার্ডিফে যাত্রা করবেন তিনি।
ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় করে দেশে ফিরেছিলেন অধিনায়ক মাশরাফি। বিশ্বকাপের আগে পরিবারের সাথে কিছু সময় অতিবাহিত করার জন্য দেশে এসেছিলেন তিনি।