তর সইছে না মরগানের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ৩০ মে ঘরের মাঠে বসছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। তাই এই বিশ্ব আসরে খেলতে তর সইছে না ইংলিশ দলপতি ইয়ন মরগানের।
তিনি কালই মাঠে নেমে পড়তে চাইছেন। ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে রয়েছে ইংলিশরা। বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দল যতটা সম্ভব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মরগান।

'যতটা প্রস্তুত হওয়া সম্ভব ততটাই প্রস্তুত আমরা। আমরা এই মূহুর্তে সেরা জায়গায় আছি, যেখানে থাকা সম্ভব ছিল। আমাদের কালকেই খেলা শুরু করতে মন চাইছে।'
মঙ্গলবার জো ডেনলি ও ডেভিড উইলিকে বাদ দিয়ে ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। এই সিদ্ধান্তটি অনেক কঠিন ছিল বলে মনে করেন মরগান।
দলের কেউ ইনজুরিতে পড়লে এই দুজনকে ডাকা হবে বলে নিশ্চিত করেছেন মরগান। তাঁরা ইংল্যান্ড দলের পরভর্তী ধাপেই আছে বলে মনে করেন ইংলিশ অধিনায়ক।
'তারা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েছেন (নির্বাচকরা)। জো এবং ড্যাভের অনুপস্থিতি খুব দুর্ভাগ্যজনক। গত রাতে আমি ডেভ এবং জোয়ের সাথে কথা বলেছিলাম এবং এটা অবশ্যই দীর্ঘমেয়াদী। টুর্নামেন্টের দৈর্ঘ্য অনুযায়ী যে কেউ ইনজুরিতে পড়তে পারে। তাই তাঁরা পরবর্তী ধাপে আছে এটা নিয়ে সন্দেহ নেই।