promotional_ad

রশিদকে টপকে আবারও শীর্ষে সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আফগান অলরাউন্ডার রশিদ খানকে টপকে ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে জায়গা করে নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।


৩৫৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে অবস্থান করছেন সাকিব। রশিদ খান ৩৩৯ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন। স্বাগতিক আয়ারল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শুরু আগে রশিদ খানের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিলেন সাকিব।



promotional_ad

৩৪১ পয়েন্ট নিয়ে ছিলেন দুই নম্বরে। আর ৩৫৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন রশিদ। তবে, ত্রিদেশীয় সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্মেন্স করে শীর্ষ স্থান আবারও নিজের করে নিয়েছেন সাকিব। 


৩ ম্যাচ খেলে দুই অর্ধশতকে ১৩৪ রান করেছেন তিনি। আর বল হাতে শিকার করেছেন ২টি উইকেট। সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে তিনি সিরিজের ফাইনাল ম্যাচে খেলতে পারেননি।


এদিকে সদ্যই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছে আফগানিস্তান। এই সিরিজে ব্যাটে-বলে খুব একটা উজ্জ্বল পারফর্মেন্স করতে পারেননি রশিদ।



সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ২ উইকেট নিলেও ব্যাট হাতে মাত্র ১৬ রান করেছিলেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে বল হাতে উইকেট শূন্য ছিলেন রশিদ আর ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হয়েছেন। র‍্যাঙ্কিংয়েও এই পারফর্মেন্সের প্রভাব পড়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball