সমতায় সিরিজ শেষ করল আফগানিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ১২৬ রানের বড় জয়ে সিরিজ সমতায় শেষ করেছে আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৭২ রানে হেরে গিয়েছিল আফগানিস্তান।
এই ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৫ রান করে আফগানিস্তান।
বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৭৯ রানেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। যার ফলে ১২৬ রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।
আয়ারল্যান্ডের হয়ে ওপেনার পল স্টার্লিং সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন। তাছাড়া ৩৪ রান করেছেন গ্যারি উইলসন। তাছাড়া, ২০ রান করেছেন অ্যান্ডি বালবিরনি।

আফগানিস্তানের হয়ে গুলবদন নাইব একাই ৬ উইকেট নিয়ে আইরিশদের ধসিয়ে দিয়েছেন। তাছাড়া, আফতাব আলম, দালওয়াত জাদরান ও রহমত শাহ ১টি করে উইকেট নিয়েছেন।
এর আগে, মোহাম্মদ শেহজাদ ১০১ ও রহমত শাহর ৬২ রানের ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৫ রানের পুঁজি পেয়েছিল আফগানিস্তান। আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার ৩টি, ম্যাকব্রেইন ২টি, স্টার্লিং ও র্যাঙ্কিন ১টি করে উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ৩০৫/৭ (৫০ ওভার)
(শেহজাদ ১০১, রহমত ৬২, শহিদী ৪৭; অ্যাডায়ার ৩/৭১)
আয়ারল্যান্ডঃ ১৭৯/১০ (৪১.২ ওভার)
(স্টার্লিং ৫০, উইলসন ৩১; নাইব ৬/৪৩)