বিশ্বকাপে কোহলি-গেইলের উইকেট চান আর্চার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর ইংলিশ পেসার জফরা আর্চার জানিয়েছেন, এই বিশ্ব আসরে তিনি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইলের উইকেট নিতে চান।
সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে খুব বেশি আলো ছড়াতে না পারলেও নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন তিনি। সেই পারফর্মেন্সেই বিশ্বকাপ দলে জায়গা হয়েছে আর্চারের।

দলে সুযোগ পেয়ে স্কাই স্পোর্টসের সাথে আলাপকালে নিজের লক্ষ্যের কথা জানিয়ে আর্চার বলেছেন, বিশ্বকাপে এবি ডি ভিলিয়ার্সকেও বল করার ইচ্ছে ছিল তাঁর। তবে তিনি না খেলায় তাঁর ইচ্ছে পূরণ হচ্ছে না।
‘আমি বিরাট কোহলিকে আউট করতে চাই। আইপিএলে তা করতে পারিনি। আমি বিশ্বকাপে এবিকে (এবি ডি ভিলিয়ার্স) বল করতে চাই। কিন্তু সে তো খেলছে না।'
তাছাড়া গেইলকে আউট করার ইচ্ছে পোষণ করে আর্চার বলেছেন, 'ক্রিস গেইলের উইকেট আবারো পেতে চাই। আমি যেমন খেলি সেটির প্রভাব রাখতে চাই এবং যত সম্ভব উইকেট পেতে চাই।’
আর্চার আইপিএলে খেলেছেন রাজস্থানের হয়ে। দলটিতে তাঁর সতীর্থ্য হিসেবে ছিলেন স্বদেশী জস বাটলার ও বেন স্টোকস। নেটে যত দূর দেখেছেন তাতে বাটলারকে সবচেয়ে ভয়ংকর খেলোয়াড় মনে হয়েছে আর্চারের।
‘সে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার। সে গ্রাউন্ডে দারুণ খেলতে পারে। কিপারের ওপর দিয়েও বল মারতে পারে। আমি কাউকে তার সামনে নিরাপদ মনেকরি না।’