promotional_ad

অভিজ্ঞতা কাজে লাগাতে চান ওয়াহাব রিয়াজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের আসরে অভিজ্ঞতা কাজে লাগাতে চান পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। তিনি মনে করেন মূলত অভিজ্ঞতার কারণে তাকে বিশ্বকাপের দলে ডাকা হয়েছে।


সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা বলেছেন তিনি। সোমবার ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও আসিফ আলীকে দলে নিয়েই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।



promotional_ad

সাম্প্রতিক পারফর্মেন্সের কারণে রিয়াজকে বাইরে রেখেই বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল পিসিবি। তবে তরুণ পেসাররা ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপ দলে ডাকা হয়েছে দুই অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরকে।


দলে ডাক পাওয়ার পর রিয়াজ জানিয়েছেন, 'এটা এখন আমার দায়িত্ব কারণ, আমাকে আবার ডাকা হয়েছে অভিজ্ঞতার কারণে। আমি ইংল্যান্ডে খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলিনি। তবে টেস্ট খেলার অভিজ্ঞতা আমাকে সাহায্য করবে এবং আমি এখানকার কন্ডিশন ও পিচ ভালোভাবে জানি।'


দলের আস্থার প্রতিদান দিতে মুখিয়ে আছেন রিয়াজ। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর ইনজুরি ও অফ ফর্মের কারণে জাতীয় দলের আঙিনায় ছিলেন না এই পেসার।



'আমি আত্মবিশ্বাসী যে আমার প্রতি আস্থার প্রতিদান দিতে পারবো এবং আমি আমার কাজটা ঠিক ভাবে পালন করতে পারবো। ঘরোয়া ক্রিকেটে অনেক খেলার ফলে আমি মানসিক ভাবে এবং শারীরিক ভাবে অনেক শক্তিশালী বোলার। আশা করছি এই মহাযজ্ঞে আমার দল আমার অভিজ্ঞতা থেকে উপকৃত হবে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball