বাংলাদেশকে নিয়ে অনিল কুম্বলের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দলকে হালকাভাবে নিতে নারাজ ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। পরিণত বাংলাদেশকে নিয়ে সব দলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফর্মেন্স নজর কেড়েছে সকলের। ২০১৫ বিশ্বকাপের পর থেকে ক্রিকেট বিশ্বে নিজেদেরকে ভিন্নভাবে তুলে ধরেছে টাইগাররা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল খেলা, ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়া প্রমাণ দিয়েছে বাংলাদেশ দলের সামর্থ্য।

২০১৬ সালের পর ২০১৮ সালে টানা দুটি এশিয়া কাপের ফাইনাল খেলেছে টাইগাররা। সম্প্রতি আয়ারল্যান্ডে প্রথম ট্রফি জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল। দুর্দান্ত ফর্ম এবং আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছে দলটি।
আসন্ন বিশ্বকাপের আগে বাংলাদেশ নিয়ে বাকি দলগুলোকে সতর্ক করে ভারতের হয়ে ২৬১ ওয়ানডে খেলা কুম্বলে বলেন, 'আপনি বাংলাদেশকে আর হালকাভাবে নিতে পারবেন না। বিগত কয়েক বছর ধরে তাঁরা অনেক ভালো পারফর্ম করছে।'
বাংলাদেশের সাফল্যের পেছনে বড় অবদান ছিল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্ব। তাঁর অধীনেই বড় বড় অর্জনগুলো পেয়েছে টাইগাররা।
'মাশরাফি বিন মর্তুজা অনেক বড় একজন নেতা। সে সবাইকে একসঙ্গে নিয়ে চলেছে এবং বড় সিদ্ধান্ত নিতে সক্ষম। যখন সে অধিনায়কত্ব করে, আমরা ভিন্ন বাংলাদেশকে দেখি,' বলেছেন কুম্বলে।
বিশ্বকাপের আগে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।এরপরই ২জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।