নেতা মাশরাফির প্রশংসায় অনিল কুম্বলে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার পর থেকেই দলকে উত্তরোত্তর উন্নতি এনে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। একজন আদর্শ নেতার যেসকল গুণ থাকা প্রয়োজন তার প্রায় সবই বিদ্যমান নড়াইল এক্সপ্রেসের মাঝে।
আর সেই কারণে মাশরাফির নেতৃত্বে ভিন্ন বাংলাদেশের প্রতিচ্ছবি প্রতিনিয়তই দেখে আসছে ক্রিকেট বিশ্ব। টাইগার দলপতির উচ্চকিত প্রশংসায় তাই দ্বিধা করেননি ক্রিকেটের নানা রথী মহারথীরা।

সেই তালিকায় যুক্ত হয়েছেন সাবেক ভারতীয় কিংবদন্তী স্পিনার অনিল কুম্বলেও। সম্প্রতি বাংলাদেশ দল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে মাশরাফির ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
মাশরাফিকে একজন আদর্শ নেতার খেতাব দিয়ে কুম্বলে বলেছেন, 'মাশরাফি মর্তুজা একজন খুব ভালো নেতা। সে দলকে একত্রিত করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। সে যখন দলকে নেতৃত্ব দেয়, তখন আপনি ভিন্ন বাংলাদেশ দলকে দেখতে পারবেন।'
কিছুদিন আগে মাশরাফির বন্দনায় মুখর ছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজাও। টাইগার দলপতিকে একজন ঠান্ডা মেজাজের নেতা হিসেবে অভিহিত করেছিলেন তিনি। জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেছিলেন,
'মাশরাফি একজন অনবদ্য অধিনায়ক। ঠান্ডা মেজাজে অধিনায়কত্ব করে। কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্তটা নিয়ে থাকে।'
উল্লেখ্য গত বিশ্বকাপ আসরে এই মাশরাফির অধীনেই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল বাংলাদেশ। এবারের আসরে সেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে তাঁর নেতৃত্বে খেলবে বাংলাদেশ। আর এটিই হতে যাচ্ছে মাশরাফির শেষ বিশ্বকাপ।