promotional_ad

আর্চারকে নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর এই স্কোয়াডে দীর্ঘ প্রতীক্ষার পর জায়গা পেয়েছেন ক্যারিবিয়ান বংশোদ্ভূত ক্রিকেটার জোফরা আর্চার। 


ম্যালাহাইডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আর্চারের। অভিষেকে ৮ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট শিকার করা এই ডানহাতি পাকিস্তানের বিপক্ষেও নিজের বোলিং কারিশমা দেখান। 



promotional_ad

প্রথম ওয়ানডেতে ৪ ওভার বোলিং করে মাত্র ৬ রানের বিনময়ে ১ উইকেট শিকার করেন তিনি। দারুণ ফর্মে থাকা ২৪ বছর বয়সী এই পেসারকে এবার তাই বিশ্বকাপ স্কোয়াডে রাখতে কালক্ষেপণ করেননি নির্বাচকেরা। 


তবে আর্চারকে ১৫ জনের তালিকায় জায়গা দিতে বাদ পড়তে হয়েছে বাঁহাতি পেসার ডেভিড উইলিকে। এছাড়াও সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে ফেরা পেসার লিয়াম ডওসন এবং ওপেনার জেমস ভিন্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে।  


হ্যাম্পশায়ারের হয়ে খেলা লিয়াম ডওসন গত রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে ১৮ টি উইকেট শিকার করেছিলেন। সুতরাং তাঁর অন্তর্ভুক্তি অনেকটা সময়ের ব্যাপার বলে বিবেচিত হচ্ছিলো। আর ডোপ টেস্টে ইতিবাচক প্রমাণিত হয়ে ছিটকে পড়া অ্যালেক্স হেইলসের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ভিন্স। তবে কপাল পুড়েছে ২৯ বছর বয়সী ডেভিড উইলির।   



বিশ্বকাপে ইংল্যান্ডের চূড়ান্ত স্কোয়াডঃ


জেসন রয়, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, আদিল রশিদ, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার, লিয়াম প্ল্যাঙ্কেট, টম কারান, লিয়াম ডওসন, জেমস ভিন্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball