নারীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে বিপদে স্লেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিতর্কের জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার মাইকেল স্লেটার। বিমানে বাজে আচরন করার কারণে তাঁকে বিমান থেকে নামিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
রবিবার সিডনি বিমানবন্দরে এমন ঘটনা ঘটেছে। ফক্স ক্রিকেটের সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। স্লেটার দুজন নারীর সাথে রবিবার সিডনি থেকে ওয়াজ্ঞা ওয়াজ্ঞার উদ্দেশ্যে ভ্রমণ করছিলেন।

বিমানেই দুই নারীর সাথে বিবাদে জড়িয়ে পড়েন সাবেক এই অজি ক্রিকেটার। ঘটনার প্রত্যক্ষদর্শী নিক ফার্গাস জানান,
'সে অনেক বড় ঝগড়ায় জড়িয়ে পড়েছিল। এটা কোন সাধারণ ঝগড়া ছিল না যা বন্ধুদের মাঝে হয়ে থাকে। এটা ধীরে ধীরে আরো বড় আকার ধারন করছিলো।'
পরবর্তীতে বিমানের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা এসে স্লেটার ও তাঁর দুই নারী বান্ধবীকে প্লেন ছাড়তে বাধ্য করেন। এরপর অবশ্য নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে স্লেটার জানিয়েছেন,
'আমার সাথে আমার দুই বন্ধুর একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে বিমানে। এর জন্য সকলের সমস্যা সৃষ্টি হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত।'