নম্র আচরণ করুক সমর্থকরা আহ্বান মঈনের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের প্রতি কোনও প্রকার কটূক্তি না করার জন্য দর্শকের আহ্বান জানিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।
ক্রিকেটে অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। দুই দলের মধ্যে রেষারেষি নতুন নয়। সম্প্রতি বল টেম্পারিং ইস্যুতে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা স্মিথ ও ওয়ার্নার কিছুদিন আগে ইংল্যান্ডের সমর্থকগোষ্ঠী বার্মি আর্মির দ্বারা কটূক্তির শিকার হয়েছিলেন। বিশ্বকাপে আরও বেশি কটূক্তির শিকার হতে হবে অজিদের ভালো করেই জানেন মঈন।
মানুষ মাত্রই ভুল, এই ব্রতে বিশ্বাস করছেন এই ইংলিশ অলরাউন্ডার। আর সেই কারণে দুই অজি ক্রিকেটারকে ক্ষমা করে দেয়ার পক্ষপাতী তিনি। ইংলিশ সমর্থকদের কাছে স্মিথ ও ওয়ার্নারের প্রতি সদাচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন,

'আমরা সকলেই ভুল করি। আমরা মানুষ এবং আমাদের অনুভূতি রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং জানি যে তাঁরা ভালো মানুষ। আমি শুধু আশা করবো তাঁদের সাথে যেন নম্র আচরণ করা হয়। আমি শুধু দেখতে চাই ক্রিকেট কথা বলবে।'
টুর্নামেন্টটিকে উপভোগ্যের মন্ত্র হিসেবে যেন দেখতে পারেন স্মিথ ও ওয়ার্নাররা সেই বিষয়েও সমর্থকদের আহ্বান জানিয়েছেন মঈন। ব্যক্তিগত আক্রমণের দিক থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে তাঁর ভাষ্য,
'আমি আসলেই প্রত্যাশা করছি যে তাঁদের বিরুদ্ধাচরন খুব বেশি করা হবে না। আমি চাই যেন তাঁরা সিরিজটি উপভোগ করতে পারে। সেটি করতে হলে অবশ্য আপনাকে কৌতুকাবহ সৃষ্টি করতে হবে, ব্যক্তিগত কিছু করা যাবে না।'
উল্লেখ্য গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত হয়েছিলেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। এর জের ধরে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেন স্মিথ।
পরবর্তীতে দুই ক্রিকেটারকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয় ক্রিকেট থেকে। ঘটনার দায়ে জড়িত থাকা আরেক ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটকে নয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে এই তিন ক্রিকেটারই এরই মধ্যে ফিরেছেন আবার ক্রিকেটে।