promotional_ad

জুনায়েদের নিরব প্রতিবাদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


পাকিস্তানের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার জুনায়েদ খান। দল থেকে বাদ পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।


মূলত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বল হাতে ব্যর্থতার কারণে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে। এর প্রতিক্রিয়া জানিয়ে জুনায়েদ জানিয়েছেন, এই বিষয়ে তিনি কোনো কথা বলবেন না। মুখে কসটেপ লাগিয়ে এর প্রতিবাদ দেখিয়েছেন।



promotional_ad

তিনি টুইটারে লিখেছেন, 'আমি কিছু বলতে চাই না। সত্য সদা তিক্ত।'


জুনায়েদ খানের বদলি হিসেবে পাকিস্তানের বিশ্বকাপ দলে আমিরের অন্তর্ভুক্তির কারণ তাঁর গতি। সেই সাথে তাঁর লাইন ও লেংথ ইংলিশ কন্ডিশনে কার্যকর বলেই মনে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।


জুনায়েদকে বাদ দেয়ার প্রসঙ্গে পাকিস্তানের প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা বিশ্বকাপে মোহাম্মদ আমিরকে নিচ্ছি, কারণ অন্য বোলারদের বলের গতি ইংলিশ উইকেটে অকার্যকর প্রমাণিত হয়েছে। আমির সেখানে তার গতি, লাইন ও লেংথ দিয়ে ভালো করতে পারবে বলে আমরা মনে করি।’



আমিরের সঙ্গে পাকিস্তানের বিশ্বকাপ দলে ঢুকছেন আরেক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ ও ব্যাটসম্যান আসিফ আলী। বাদ দেওয়া হয়েছে আবিদ আলী, ফাহিম আশরাফ ও জুনায়েদ খানকে। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে এই তিনজনই ব্যর্থ হয়েছেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball