promotional_ad

বাংলাদেশের বিপক্ষে হার চরম হতাশারঃ মরগান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল বাংলাদেশ। টাইগারদের কাছে সেই পরাজয়টিকে নিজের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় হিসেবে অভিহিত করেছেন দলটির অধিনায়ক ইয়ন মরগান। 


বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তিনটি ম্যাচে পরাজিত হয়ে বিদায়ের দারপ্রান্তে ছিল ইংল্যান্ড। সেই কারণে মাশরাফিদের বিপক্ষে ম্যাচটিতে জয় ছাড়া বিকল্প ছিল না তাদের। কিন্তু শেষ পর্যন্ত তাদের ভাগ্যে আর শিকে ছেড়েনি। সেই ম্যাচের স্মৃতিচারণ করে এক সাক্ষাৎকারে মরগান বলেছেন, 



promotional_ad

'অবশ্যই এটি চরম হতাশার ছিল। আমরা বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিলাম ফাইনালে যাওয়ার আগেই এবং এটি ছিল অত্যন্ত বেদনাদায়ক। আমার ক্যারিয়ারের সবথেকে নিচের অবস্থানে থাকবে এই ম্যাচটি।'


বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর যথেষ্ট মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে ইংলিশ দলপতিকে। পরাজয়ের সেই গ্লানি ভুলতে বেশ কিছু সময় অতিবাহিত করতে হয়েছে তাঁকে। অধিনায়কের পাশাপাশি দলের অন্যান্য সদস্যরাও ভেঙ্গে পড়েছিলেন অনেকটা। মরগানের ভাষায়, 


'আমার বেশ কিছুদিন সময় লেগেছিল সেখান থেকে উঠে আসতে। আমি যাদের সাথে খেলেছি সেই সময় জো রুট, জস বাটলার, ক্রিস ওকস তাঁরা সেই ম্যাচটি স্পষ্টভাবে মনে রেখেছে কারণ এটি সর্বদাই আপনাকে মনে করিয়ে দিবে যে আপনি সবসময় ভালো খেলবেন না এবং আপনাকে সর্বদা শেখার মধ্যে থাকতে হবে।'



বিপর্যয়ের একটি বিশ্বকাপ শেষে নিজেদের সামলে উঠতে কিছুটা সময় লেগেছিল ইংলিশদের। গ্লানি ভুলে সামনে এগিয়ে যাওয়াটা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল বর্তমানে ওয়ানডেতে এক নম্বরে থাকা দলটির জন্য। মরগানের বক্তব্য অনুসারে,    
 
'আপনাকে মানতে হবে যেকোনো সময় খেলা থেকে আপনি ছিটকে পড়তে পারেন অনেক কারণেই। সেই বিশ্বকাপে বিধ্বস্ত হওয়ার পর আমাদের দলে রাতারাতি পরিবর্তন এসেছিলো এবং এই অভিজ্ঞতার কারণেই আমরা পরের দুই বছর হয়তো সেভাবে পারদর্শিতা লাভ করতে পারিনি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball