বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান সাকিব আল হাসান। তিনটি বিশ্বকাপ খেলা সাকিব ২১ ম্যাচে ৩০.০০ গড়ে ৫৪০ রান সংগ্রহ করেছেন। যেখানে তিনি হাঁকিয়েছেন ৫টি হাফসেঞ্চুরি। 


সাকিবের পর তালিকার দ্বিতীয়তে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চতুর্থবারের মতো বিশ্বকাপ মঞ্চে মাঠে নামার অপেক্ষায় থাকা মুশফিক ব্যাট হাতে ২১ ম্যাচে ৫১০ রান সংগ্রহ করেছেন। ৩১.৮৭ গড়ে ৫১০ রান করা মুশফিকের রয়েছে ৪টি হাফসেঞ্চুরি।


promotional_ad

তিনটি বিশ্বকাপ খেলা তামিম ইকবাল রয়েছেন এরপরের স্থানে। ২১টি বিশ্বকাপের ম্যাচে ২৩.০০ গড়ে ৪৮৩ রান করেছেন তিনি। বিশ্বকাপে মোট ৩টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন এই টাইগার ওপেনার এখন পর্যন্ত। 


তালিকার চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোহাম্মদ আশরাফুল। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ২টি সেঞ্চুরি হাঁকানো একমাত্র ব্যাটসম্যান রিয়াদ। 


২০১১ এবং ২০১৫ বিশ্বকাপে অংশ নেয়া এই অলরাউন্ডার ১০টি ম্যাচে ৫৬.৭১ গড়ে ৩৯৭ রান সংগ্রহ করেছেন। দুটি সেঞ্চুরি ছাড়াও ১টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর।


সাবেক টাইগার অধিনায়ক আশরাফুল তিনটি বিশ্বকাপে মোট ম্যাচ খেলেছেন ১৬টি। যেখানে ২৪.৯১ গড়ে ২৯৯ রন সংগ্রহ করেছেন তিনি এবং হাঁকিয়েছেন ২টি হাফসেঞ্চুরি। 


উল্লেখ্য আগামী ২রা জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর একই মাঠে ৫ই জুন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball