রাহির বাদ পড়ায় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন রোডস

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট শিকার করার পরেও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে খেলা হয়নি পেসার আবু জায়েদ চৌধুরী রাহির। দারুণ পারফর্মেন্সের পরও রাহির অন্তর্ভুক্ত না থাকা বাংলাদেশের স্কোয়াডের শক্তির প্রমাণ রাখে।
বলা বাহুল্য, একাদশে সুযোগ পেতে হলে অন্যান্যদের সাথে লড়াই করতে হবে রাহিকে। এই বাস্তবতা মেনে নিয়েছেন ২৫ বছর বয়সী রাহি। ডানহাতি পেসারের ব্যাপারে বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস জানিয়েছেন,
'আমি টিম মিটিংয়ে বলেছিলাম যে স্কোয়াডে ১৫ জন ক্রিকেটার আছে যাদের সবাইকে অন্তর্ভুক্ত করা যাবে না। আমরা পাঁচ উইকেট শিকার করা রাহিকে অন্তর্ভুক্ত করি নি। এটি অবশ্যই তাঁর জন্য মেনে নেয়া কঠিন। তবে ওকে না নেয়ার মানে এটাই যে স্কোয়াডে এমন কিছু খেলোয়াড় আছে যারা আসলেই অসাধারণ। সে এই ব্যাপারটি মেনে নিয়েছে।'

রোডসের ভাষায়, সাফল্য অর্জনের ক্ষেত্রে একটি দল হিসেবে খেলাটাকেই মুখ্য হিসেবে দেখেছেন রাহি। দলে জায়গা পেতে হলে অন্যান্যদের সাথে তুমুল প্রতিযোগিতার ব্যাপারটিও মেনে নিয়েছেন এই পেসার।
'সে (রাহি) বুঝতে পেরেছে যে আমরা একটি স্কোয়াড, শুধুমাত্র ১১ বা ১ জনের দল নই আমরা। তাঁরা এটি বুঝতে পেরেছে যে কখনো দলে জায়গা করতে হলে উপায় বের করতে হবে কারণ অন্য আরও কিছু ভালো খেলোয়াড় এখানে খেলছে।'
উল্লেখ্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়ানডেতে অভিষেক হয়েছিল আবু জায়েদ রাহির। উইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে ৫৬ রানে উইকেটশূন্য ছিলেন তিনি। তবে আইরিশদের বিপক্ষে পরের ম্যাচেই ৫৮ রানে ৫ উইকেট তুলে নেন এই ডানহাতি।