অনুশীলনে ফিরলেন সাকিব

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাইড স্ট্রেইন ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আয়ারল্যান্ড সফর শেষে রবিবারই লন্ডন পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানেই নেটে নিজেকে ঝালিয়ে নিতে দেখা গেছে সাকিবকে।
লন্ডনে চারদিনের অনুশীলন শেষে ২৩ তারিখে কার্ডিফে রওনা হবে ক্রিকেটাররা। সেখানেই পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এদিকে, ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে বুধবার (১৫ মে) আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন সাইড স্ট্রেইনের চোটে পড়েন সাকিব।
সেই ম্যাচে আয়ারল্যান্ডের দেওয়া ২৯৩ রানে টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসের ৩৫তম ওভারে রান নিতে গিয়ে পিঠে ব্যথা অনুভব করেন তিনি।
এরপর বাংলাদেশ দলের ফিজিও থিয়ান চন্দমোহন মাঠে এসে তাকে সারিয়ে তোলার চেষ্টা করেন। এরপর ব্যথা নাশক ঔষধ খেলেও সুস্থ বোধ না করলে ৩৬তম ওভারে অর্ধশতক তুলে নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সাকিব।
এরপর অবশ্য বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল এই ইনজুরি গুরুতর নয়। বিশ্বকাপকে সামনে রেখে বাড়তি সতর্কতার জন্য তাকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলানো হয়নি।