আকাশ চোপড়ার এক্স-ফ্যাক্টর সাকিব-রিয়াদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া আসন্ন বিশ্বকাপে সাকিব আল হাসান ও মাহমদুল্লাহ রিয়াদকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখছেন। তিনি মনে করেন যেকোনো দলের বিপক্ষে এই দুজনই ব্যবধান গড়ে দিতে পারেন।
মাহমুদুল্লাহর ফিনিশিংয়ের ক্ষমতা বিশেষ করে উল্লেখ করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। তাঁর মতে মাহমুদুল্লাহ ভালো করলেই বাংলাদেশ দল ম্যাচ জিততে পারে বলে বিশ্বাস আকাশের।

'এই টুর্নামেন্টে দলের এক্স ফ্যাক্টর একজন না, আমার মতে দুইজন হতে পারে। মাহমুদউল্লাহ, সে খুবই ভালো খেলোয়াড়। সে ভালো খেললে দল জিততে পারে, তার ফিনিশিং টাচটা খুবই ভালো। বোলিংটাও তাকে দিয়ে করানো যায়।'
ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে বল হাতে দলকে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়েছেন তিনি।
তাছাড়া বেশ কয়েকটি অর্ধশতকও এসেছে তাঁর ব্যাট থেকে। সাকিব এই পারফর্মেন্সটা বিশ্বকাপে ধরে রাখতে পারলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে বলে বিশ্বাস আকাশের।
'সাকিবের ফর্মটা দেখুন, ব্যাট হাতে বা বল হাতে যদি পারফর্মটা করতে পারে তাহলে চিন্তা করুন দলটি কতদূর এগিয়ে যাবে।'