মিঠুনকে প্রশংসায় ভাসালেন হেলমট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ দলের নিয়মিত মুখ মোহাম্মদ মিঠুন। ধারাবাহিক ভাবে পারফর্ম করে জাতীয় দলে নিয়মিত হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি এই ব্যাটসম্যানকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবি'র হাই পারফর্মেন্স দলের প্রধান কোচ সাইমন হেলমট।
মিঠুন স্পিন বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। তাঁর এই সামর্থ্য বিশ্বকাপের আসরে বাংলাদেশ দলের জন্য অনেক সহায়ক হবে বলে মনে করেন হেলমট। তাছাড়া, ব্যাট ফুট ও ফ্রন্ট ফুটে তাঁর খেলার প্রশংসা করেছেন বিসিবি'র এই কোচ।

'সে অসাধারণ একজন খেলোয়াড়। সে ব্যাক ফুট ও ফ্রন্ট ফুট, দুই ভাবেই খেলতে পারে। সে স্পিন খেলতেও পারদর্শী। সে একজন বহুমুখী পারদর্শী ক্রিকেটার। সে যেকোনো জায়গায় ব্যাট করতে পারে, যা দারুণ সহায়ক। আমি মনে করি এখন আপনি জানেন, পুরো দলই এখন ভালো কাজ করছে এবং নিজেদের তৈরি করছে কঠিন এই বিশ্বকাপের জন্য।'
আসন্ন এই বিশ্বকাপে যেকোনো দলই শিরোপা জিততে পারে বলে মনে করেন হেলমট। কারণ প্রায় প্রতিটি দলের বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার আছে। বিশ্বকাপের আসরে অনেক হাই স্কোরিং ম্যাচ হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বিসিবির এই কোচ।
'যে কেউ বিশ্বকাপ জিততে পারে, কারণ এখানে অনেক দল আছে, যাদের অনেক প্রতিভাবান আছে। কিন্তু আমি বিশ্বাস করি আমরা সঠিক সময়ে প্রস্তুতি নিয়েছি আমরা জানি এখানে হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে। এখানের উইকেটও কিছুটা ফ্ল্যাট হবে।'