বিশ্বকাপের চতুর্থ সেমিফাইনালিস্ট বাংলাদেশ!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন ভারতের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সেমিফাইনালের চতুর্থ দল হিসেবে বাংলাদেশকে এগিয়ে রেখেছেন তিনি। নতুন বলে বা সুইংয়ের বিপক্ষে পরীক্ষায় পাশ করে গেলেই সবার ঘুম হারাম করে দেয়ার ক্ষমতা আছে সাকিব-তামিমদের।
বিগত কয়েকবছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দল হিসেবে দারুণ পারফর্ম করে আসছে মাশরাফি বিন মর্তুজার দল। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং গেল এশিয়া কাপের ফাইনাল খেলা দলটি নিয়ে তাই বড় আশাবাদী আকাশ।
সেমিফাইনালের দৌড়ে বাংলাদেশকে টক্কর দিতে হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের মত দলগুলোর বিপক্ষে। কিন্তু সাম্প্রতিক সময়ের পারফর্মেন্স বিবেচনায় বাকিদের থেকে বাংলাদেশকেই এগিয়ে রেখেছেন তিনি।

'বাংলাদেশ বিশ্বকাপে চতুর্থ স্থানে আসতে পারে। তাঁদের মধ্যে এই ক্ষমতা আছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত আমার টপ তিন এরপর চার নম্বর পজিশনের জন্য আমি বাংলাদেশকে বাকিদের থেকে এগিয়ে রাখছি।
'তাঁদের সঙ্গে চতুর্থ স্থানের জন্য লড়াই করবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। কিন্তু তাঁদের থেকে বাংলাদেশের পাল্লা আমার কাছে বেশী লাগছে। তাঁরা যদি নতুন বল বা সুইং বলের বিপক্ষে নিজেদেরকে সামলে নেয় তাহলে সবার রাতের ঘুম হারাম করে দিবে,' বলেছেন আকাশ চোপড়া।
এশিয়ার ক্রিকেট পরাশক্তি বিবেচনা করলে এখন ভারতের পর পাকিস্তান নয় বাংলাদেশকে বিবেচনা করে ক্রিকেট বিশ্ব। সব মিলিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে টাইগারদের কাছ থেকে বড় কিছুর প্রত্যাশা করছেন এই ভারতীয়।
'বাংলাদেশকে হালকা ভাবে নিলে আপনি বড় ভুল করবেন কারণ এশিয়ার দলগুলোর মধ্যে ভারতের পর এখন পাকিস্তানের নয় বাংলাদেশের আধিপত্য চলে। তাঁরা ভালো খেলে আসছে এবং এই বছরও ভালো খেলবে।'
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ জিতে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ দল। আত্মবিশ্বাস নিয়েই ইংল্যান্ডের উদ্দেশ্যে বিশ্বকাপ খেলতে গিয়েছে টাইগাররা। দুই জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।