promotional_ad

বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পের দিনক্ষণ ঘোষণা উইন্ডিজের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আগে সাউদাম্পটনে একটি প্রস্তুতি ক্যাম্পে অংশ নিবে উইন্ডিজ ক্রিকেট দল। ১৯শে মে থেকে ২৩ শে মে পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ছাড়াও রিজার্ভ খেলোয়াড়েরা অংশ নিবেন। 


এরই মধ্যে উইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) ক্যাম্পটির সময়সূচি এবং রিজার্ভ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। সূচি অনুযায়ী আগামী ২২শে মে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের মাঠ অ্যাগিয়াস বউলে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। 



promotional_ad

এই প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলবেন রিজার্ভ তালিকায় থাকা ওপেনার সুনীল আমব্রিস এবং অলরাউন্ডার রেইমন রেইফার। সম্প্রতি ভাইরাস ঘটিত সংক্রমণ থেকে উঠে আসা এভিন লুইসের ব্যাক আপ হিসেবে আমব্রিসকে বিবেচনা করেছেন উইন্ডিজ নির্বাচকেরা।  অপরদিকে রেইফারকে বিবেচনা করা হচ্ছে দলের পেস আক্রমণের অংশ হিসেবে। 


উইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রেভ জানিয়েছেন বিশ্বকাপের আগে ইংলিশ কন্ডিশনে নিজেদের মানিয়ে নেয়ার আদর্শ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এই ক্যাম্পটিকে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিও যথেষ্ট উপকারি হবে ক্রিকেটারদের জন্য বলে মনে করেন তিনি। এই প্রসঙ্গে গ্রেভ বলেছেন,  


'আমরা হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের কাছে কৃতজ্ঞ যে তাঁরা অ্যাগিয়াস বউলে আমাদের আতিথ্য দিতে রাজি হয়েছে। একই সাথে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছেও আমরা কৃতজ্ঞ যে তারা অতিরিক্ত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে রাজি হয়েছে। আইপিএল শেষ হওয়ার পর এই প্রথমবারের মতো আমাদের বিশ্বকাপ স্কোয়াডের সকল সদস্য একত্র হচ্ছে। আমরা আত্মবিশ্বাসী যে এই বাড়তি পাঁচ দিনের প্রস্তুতি এবং একদিনের প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ৩১ তারিখ মাঠে নামার আগে আমাদের ক্রিকেটারদের জন্য কার্যকরী হবে।' 



উল্লেখ্য এই ক্যাম্পের পর আইসিসি আয়োজিত দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নিবে ক্যারিবিয়ানরা। ব্রিস্টলে আগামী ২৬শে মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২৮ শে মে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৩১ তারিখ ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল মিশন শুরু হবে উইন্ডিজের। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball