রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জয়ের পর রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। উইন্ডিজকে ফাইনালে ৫ উইকেটে হারানো টাইগাররা টুর্নামেন্টটি শুরু করেছিল ৮৬ পয়েন্ট নিয়ে।
অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ায় ত্রিদেশীয় সিরিজ থেকে ৩ রেটিং অর্জন করেছে তারা। ফলে বাংলাদেশের বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে ৮৯। তবে রেটিং পয়েন্ট বাড়লেও আইসিসি র্যাংকিংয়ে এখনও সপ্তম অবস্থানে থাকছে মাশরাফি বাহিনী।
বাংলাদেশের আগে ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাকিস্তান দল। অপরদিকে ফাইনালে পরাজিত হওয়া উইন্ডিজদের পয়েন্টের পরিমাণ ৭৯। বর্তমানে অষ্টম স্থানে অবস্থান করছে তারা।
আইসিসি র্যাংকিংয়ে সবার ওপরে অবস্থান ইংল্যান্ড দলের। ১২৪ রেটিং পয়েন্ট অর্জন করেছে তারা এখন পর্যন্ত। এরপর ১২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে অবস্থান ভিরাট কোহলির ভারতের। দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের অবস্থান যথাক্রমে তৃতীয় ও চতুর্থতে।
এখন পর্যন্ত মোট ১১৫ রেটিং পয়েন্ট অর্জন করেছে প্রোটিয়ারা। যেখানে কিউইদের অর্জন ১১৩ পয়েন্ট। এছাড়াও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছেন পঞ্চম স্থানটিতে। ১০৯ রেটিং পয়েন্ট পেয়েছে তারা।

আইসিসি র্যাংকিং এবং রেটিং পয়েন্টঃ
১। ইংল্যান্ড- ১২৪
২। ভারত- ১২১
৩। দক্ষিণ আফ্রিকা- ১১৫
৪। নিউজিল্যান্ড- ১১৩
৫। অস্ট্রেলিয়া-১০৯
৬। পাকিস্তান-৯৫
৭। বাংলাদেশ- ৮৯
৮। ওয়েস্ট ইন্ডিজ- ৭৯
৯। শ্রীলঙ্কা-৭৬
১০। আফগানিস্তান- ৬৪