হোয়াইটওয়াশ এড়াতে পারবে পাকিস্তান?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে রবিবার মাঠে নামছে স্বাগতিক ইংল্যান্ড। লিডসে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সম?? বিকাল ৪টায়।
বিশ্বকাপের আগে দুই দলেরই এটি শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। ফলে দুই দলই জয় নিয়ে বিশ্বকাপে খেলতে যেতে চাইবে। পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
বাকি তিন ওয়ানডে ম্যাচেই রান বন্যা হয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের ৩৭৩ রানের জবাবে পাকিস্তান হেরে যায় মাত্র ১২ রানে। এরপর সিরিজের বাকি দুই ম্যাচেই পাকিস্তানের রানের পাহাড় টপকে জিতেছে ইংল্যান্ড।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের ৩৫৮ রানের জবাবে ৬ উইকেটের জয় পায় ইংল্যান্ড। এরপর চতুর্থ ম্যাচে পাকিস্তানের ৩৪০ রানের জবাবে ৩ উইকেটে জিতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে নিয়েছে ইংল্যান্ড।
শেষ ম্যাচে জিততে পারলে তাঁরা পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে। সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ড একাদশে ফিরছেন আগের ম্যাচে নিষিদ্ধ থাকা অধিনায়ক ইয়ন মরগ্যান।
তিনি সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের দায়ে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এই ম্যাচে খেলা হচ্ছে না ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর।
তাকে সিরিজের শেষ ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছে। তাছাড়া বিশ্রাম দেয়া হতে পারে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে। এছাড়া, পাকিস্তানি ওপেনার ইমাম উল হকের এই ম্যাচে খেলা নিয়েও শঙ্কা রয়েছে।
সিরিজের চতুর্থ ওয়ানডেতে তিনি কনুইয়ে চোট পেয়েছেন। তাঁর পরিবর্তে পাকিস্তানের ইনিংস শুরু করতে দেখা যেতে পারে আবিদ আলীকে। তাছাড়া, এই ম্যাচ দিয়ে পাকিস্তানের একাদশে ফিরতে পারেন শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ।
ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জেমস ভিনস, জেসন রয়, জো রুট, জস বাটলার (উইকেটকিপার), ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জো ডেনলি/ ক্রিস জর্ডান, জফরা আচার, আদিল রশিদ, টম কুরান, মার্ক উড।
পাকিস্তান একাদশ (সম্ভাব্য): ইমাম-উল-হক আবিদ আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, হাসান আলী, মোহাম্মদ হাসানাইন, জুনাইদ খান।