'ফিট' কেদার খেলবেন বিশ্বকাপে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় অলরাউন্ডার কেদার যাদব আইপিএলের আসরে বা কাঁধের চোটে পড়েছিলেন। ফলে বিশ্বকাপে তাঁর অংশ নেয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে, ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে পুরোপুরি ফিট কেদারই যাচ্ছেন বিশ্বকাপে।
আগামী ২২ মে দলের সঙ্গে আসন্ন বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়বেন। আইপিএলের লিগ পর্বে পাঞ্জাবের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়ার পর প্লে'অফেও খেলা হয়নি তাঁর।

ভারতীয় দলের একটি সূত্র জানিয়েছে কেদার পুরোপুরি সেরে উঠেছেন, 'কেদারের ইনজুরি গুরুতর ছিল না এবং সে এখন পুরোপুরি সেরে উঠেছে। দলের ১৫ জন ক্রিকেটারই ইংল্যান্ডে যাচ্ছে।'
ভারতীয় দলের মিডেল অর্ডারের অন্যতম ভরসার নাম কেদার। সবশেষ এশিয়া কাপের আসরের ফাইনালেও তাঁর দুর্দান্ত ব্যাটিংয়েই বাংলাদেশকে পরাজিত করেছিল ভারত।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় দলের ফিজিও প্যাট্রিক ফারহার্টের অধীনে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছেন কেদার। গত বৃহস্পতিবার হয়েছে তার ফিটনেসে পরীক্ষা।
সেই পরীক্ষার রিপোর্ট প্যাট্রিক জমা দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ড কেদারকে ফিট ঘোষণা করেছে।