শ্রীলঙ্কায় দল পাঠাচ্ছে পাকিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কলম্বোতে সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মতো শ্রীলঙ্কায় দল পাঠাচ্ছে পাকিস্তান। আগামী ২৩ মে থেকে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ খেলবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন এই সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
দলটির অধিনায়ক করা হয়েছে তরুণ ক্রিকেটার রুহেল নাজিরকে। পাকিস্তান যুব দলের ১৫ সদস্যের মূল স্কোয়াডের সঙ্গে ৫ জন ক্রিকেটারকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে।
আসন্ন এই সিরিজে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান যুব দল। ২৬ মে এবং ২৮ মে দুটি চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে গলে। আর সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৩১মে।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ ও ৫ জুন। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। ৬ জুন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দেশে ফেরার কথা রয়েছে।
আসন্ন এই সিরিজটি প্রসঙ্গে পিসিবির পরিচালক জাকির খান জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করার পরই তাঁরা শ্রীলঙ্কায় দল পাঠাতে রাজি হয়েছেন। শ্রীলঙ্কা এখন স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলেও মনে করেন তিনি।
'সিদ্ধান্ত নেয়ার আগে আমরা পর্যালোচনা করেছি এবং সন্তুষ্ট হয়েছি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে শ্রীলঙ্কার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে। আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আত্মবিশ্বাস রয়েছে যে শ্রীলঙ্কাতে আমাদের দল ভালো থাকবে।'
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: রুহেল নাজির (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ তাহা, আব্বাস আফ্রিদি, আখতার শাহ, বাসিত আলী, হায়দার আলী, খায়য়াম খান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, মোহাম্মদ জুনাইদ, মোহাম্মদ ওয়াসিম, নিয়াজ খান, সাইম আইয়ুব, শিরাজ খান, সুলেমান শফিক, কাসিম আকরাম।
স্ট্যান্ড বাই: আমির আলী, ইরফান নিয়াজী, মোহাম্মদ আমির, নাদির শাহ, সাইদ নাজির।