এবারের বিশ্বকাপ হবে অলরাউন্ডারদেরঃ ক্লাইভ লয়েড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ হতে চলেছে অলরাউন্ডারদের। এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন বিশ্বকাপ জয়ী সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ক্লাইভ লয়েড।
আফগানিস্তান-ইংল্যান্ড কিংবা ভারত-উইন্ডিজ দলে অনেক শীর্ষ মানের অলরাউন্ডার আছে বলে বিশ্বাস লয়েডের। মূলত এই কারণেই তিনি বিশ্বাস করেন এটি অলরাউন্ডারদের বিশ্বকাপ হতে চলেছে।

‘আফগানিস্তান থেকে ইংল্যান্ড, কিংবা ভারত থেকে ওয়েস্ট ইন্ডিজ- প্রত্যেক দলে শীর্ষ মানের অলরাউন্ডাররা আছে। আর এ কারণেই আমি বিশ্বাস করি এটা হতে যাচ্ছে অলরাউন্ডারদের বিশ্বকাপ।’
আসন্ন বিশ্বকাপে উইন্ডিজ দলকে নিয়ে আশাবাদী লয়েড। বিশ্বকাপে উইন্ডিজ দলের হয়ে খেলবেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মতো বিশ্ব মাতানো ক্রিকেটাররা। তাঁরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবেন বলে মনে করেন তিনি।
‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রধান খেলোয়াড়দের ফিরিয়ে এনেছে, যারা সারা বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে ভালো করছে। তারা তাদের সেরাটা চেষ্টা করবে। আমি মনে করি ভালো করার প্রত্যয় নিয়ে আবার মাঠে নামবে তারা।’
বোর্ডের সঙ্গে দ্বন্দ্বে উইন্ডিজের অনেক খেলোয়াড়ই জাতীয় দলের হয়ে খেলা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। প্রথম তিন বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়া লয়েড মনে করেন ভালো ক্রিকেটাররা আবারও জাতীয় দলে ফিরবেন ভালো কিছু করার অভিপ্রায় নিয়ে।
'গত ২০ বছরে আমরা অনেক ভালো ক্রিকেটার হারিয়েছি। আমি মনে করি ভালো কিছু করার অভিপ্রায় নিয়ে আবারও ভালো ক্রিকেটাররা আসবে।'