হাসপাতাল থেকে মাঠে নেমেই রয়ের সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটিতে ৮৯ বলে ১১৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন ইংলিশ ওপেনার জ্যাসন রয়। তবে ৪ ছয় এবং ১১ চারের সাহায্যে হাঁকানো এই সেঞ্চুরির আগে মানসিক দিক থেকে মোটেই ভালো অবস্থানে ছিলেন না এই ইংলিশ ম্যান।
ম্যাচ শেষে রয় জানিয়েছেন খেলতে নামার আগের দিন নিজের কন্যা সন্তানের অসুস্থতার কারণে নির্ঘুম রাত পার করেছিলেন তিনি। ম্যাচটির আগের দিন রাত ১টা ৩০ মিনিটে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল রয়ের কন্যা শিশুকে।

পরবর্তীতে হাসপাতালে সকাল সাড়ে আটটা পর্যন্ত অবস্থান করে মাঠে নামেন রয়। এরপরের ঘটনা তো সকলেরই অবগত। দুর্দান্ত সেঞ্চুরিটি হাঁকানোর পর ইংলিশ ওপেনার বলেছেন,
'এটি বেশ আবেগঘন একটি সেঞ্চুরি ছিল। আমি ভাবি নি এটি করতে পারবো। সকালটি আমার জন্য বেশ খারাপ ছিল, সুতরাং এটি আমার এবং আমার পরিবারের জন্য বিশেষ কিছু বিশেষ করে আমার ছোট বাচ্চাটির জন্য। তাঁকে ১টা ৩০ মিনিটে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল আমাদের। আমি সেখানে সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত অবস্থান করেছি, এরপর মাত্র কয়েক ঘন্টার জন্য ফিরেছিলাম ঘুমানোর জন্য এবং মাঠে এসেছিলাম গা গরম করার ঠিক আগ মুহূর্তে।'
সিরিজ নির্ধারণী ম্যাচটিতে সফরকারী পাকিস্তানের ছুঁড়ে দেয়া ৩৪১ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেট এবং ৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল স্বাগতিক ইংল্যান্ড। আর দুর্দান্ত এই জয়ের পেছনে মূল কলকাঠি নেড়েছিলেন ২৮ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান জ্যাসন রয়।
তাঁর ঝড়ো সেঞ্চুরির কল্যাণে এই লক্ষ্যও মামুলি হিসেবে ঠাওর হয়েছিল ইংলিশদের কাছে। শুধু সেই ম্যাচেই নয়, সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন রয়। দ্বিতীয় ম্যাচে ৯৮ বলে ৮৭ রান করা এই ওপেনার পরের ম্যাচে ৫৫ বলে ৭৬ রান করেন।