সেরা পাঁচে শুধুই সৌম্য

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শীর্ষ রান সংগ্রাহক ব্যাটসম্যানের তালিকায় চতুর্থতে অবস্থান টাইগার ওপেনার সৌম্য সরকারের। ৩ ম্যাচে ১৯৩ রান করা এই ব্যাটসম্যান ৬৪.৩৩ গড়ে ব্যাটিং করেছেন টুর্নামেন্টে। হাঁকিয়েছেন ৩টি হাফসেঞ্চুরি। শুক্রবার ফাইনালের দিন ৬৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
তবে সৌম্য ছাড়া আর কোনও বাংলাদেশি ব্যাটসম্যান নেই শীর্ষ পাঁচের তালিকায়। ব্যাট হাতে বর্তমানে দারুণ ফর্মে থাকা উইন্ডিজ উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ আছেন সবার ওপরে।

পুরো টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে ৪৭০ রান সংগ্রহ করেছেন হোপ। যেখানে তাঁর ব্যাটিং গড় ছিল ৯৪.০০। হাঁকিয়েছেন ২টি সেঞ্চুরি এবং সমান সংখ্যক হাফসেঞ্চুরি।
বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচেও ৭৪ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছিলেন এই ক্যারিবিয়ান। শাই হোপের পর দ্বিতীয়তে অবস্থান আরেক উইন্ডিজ ব্যাটসম্যান সুনীল অ্যামব্রিসের।
৫ ম্যাচে ৯২.৬৬ গড়ে মোট ২৭৮ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর রয়েছে ১টি সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি। ফাইনালে ৬৯ রানে অপরাজিত ছিলেন ২৬ বছর বয়সী এই ডানহাতি।
তালিকার তৃতীয়তে আছেন আইরিশম্যান পল স্টার্লিং। ৬৯.০০ গড়ে ৩ ম্যাচে ২০৭ রান সংগ্রহ করেছেন তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান হাঁকিয়েছেন ১টি সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি।
আর পঞ্চম স্থানটিতে আছেন স্বাগতিক আয়ারল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান এন্ডি বালবির্নি। ৩ ম্যাচে ৬১.৩৩ ব্যাটিং করে মোট ১৮৪ রান করেছেন তিনি এবং হাঁকিয়েছেন ১টি হাফসেঞ্চুরি।