বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে পাহাড় সমান লক্ষ্য

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
উইন্ডিজঃ ১৫১/১ (২৪ ওভার)
(অ্যামব্রিস ৬৯*, হোপ ৭৪; মিরাজ ১/২২)
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে উইন্ডিজ। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২১০ রানের।

টসে হেরে ব্যাট করতে নেমে শাই হোপ ও সুনীল অ্যামব্রিসের ব্যাটে উড়ন্ত সূচনা পায় উইন্ডিজ। ইনিংসের ২৪.১ ওভারের সময় বৃষ্টি নামলে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা বন্ধ থাকে খেলা।
অ্যামব্রিস ৫৯ ও হোপ ৬৮ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টি শেষে মাঠে নেমে হোপ ৬৪ বলে ৭৪ রানের ইনিংস খেলে আউট হন। তাকে মেহেদী হাসান মিরাজ ক্যাচ বানিয়েছেন মোসাদ্দেক হোসেনের।
এরপর অ্যামব্রিস ৬৯ ও ড্যারেন ব্রাভো ৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে উইন্ডিজকে ১৫১ রানের সংগ্রহ এনে দেন।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
উইন্ডিজ একাদশঃ শাই হোপ (উইকেটরক্ষক), সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, জোনাথান কার্টার, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, রেইমন রেইফার, অ্যাশলে নার্স, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ।