বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত টম লাথাম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ১লা জুম শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিউজিল্যান্ড। কিন্তু এই ম্যাচে খেলা নিয়ে নিয়ে শঙ্কার মুখে পড়েছেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম।
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে পুরনো আঙ্গুলের ইনজুরি মাথা চাড়া দিয়ে উঠেছিল এই কিউই ক্রিকেটারের। ম্যাচটিতে চিড় ধরা আঙ্গুল নিয়েই উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে পুরো ম্যাচ না খেলেই মাঠ ছাড়তে হয় তাঁকে।
এই ইনজুরির কারণে বিশ্বকাপের আগে অনুষ্ঠিতব্য দুটি প্রস্তুতি ম্যাচ ছাড়াও টুর্নামেন্টের প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন লাথাম। লাথাম প্রসঙ্গে কিউইদের প্রধান নির্বাচক গেভিন লারসেন বলেছেন,

'প্রস্তুতি ম্যাচগুলোতে সে অংশ নিতে পারলে আমরা তাঁর প্রতিদিনকার অবস্থা পর্যবেক্ষণ করব। আমাদের মেডিকেল স্টাফ, গ্যারি স্টিড এবং অন্যান্য সাপোর্ট স্টাফরা থাকবেন।'
এদিকে কিউই এই ব্যাটসম্যান সময়মত সুস্থ না হলে সেক্ষেত্রে কপাল খুলতে পারে ২৮ বছর বয়সী আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেলের।
একই সাথে ১৯৮৭ সালের পর বিশ্বকাপে অভিষেক হওয়া প্রথম কিউই ক্রিকেটার হিসেবে নাম লেখাতে পারেন তিনি। নিউজিল্যান্ড স্কোয়াডে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে বিজে ওয়াটলিংকে অন্তর্ভুক্ত করেছিলেন নির্বাচকেরা।
নিউজিল্যান্ড স্কোয়াডঃ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিলঃ হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম, কলিন মুনরো, টম ব্লান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট