বিশ্বকাপে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ

ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরের ধারাভাষ্যকাররা

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপ উপলক্ষে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২৪ সদস্যের এই তালিকায় প্রত্যাশিতভাবেই আছেন বাংলাদেশী ধারাভাষ্যকার আতাহার আলি খান।
এছাড়া স্বাগতিক ইংল্যান্ড থেকে থাকছেন সর্বোচ্চ ছয়জন ধারাভাষ্যকার। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত থেকে থাকছেন তিনজন করে ধারাভাষ্যকার।
দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও উইন্ডিজ থেকে থাকছেন দুইজন করে। বাংলাদেশের মতো শ্রীলংকা ও জিম্বাবুয়ে থেকেও থাকছেন একজন করে ধারাভাষ্যকার।
২৪ জনের মধ্যে প্রমীলা ধারাভাষ্যকার থাকছেন তিনজন। এরা হলেন ইংল্যান্ডের ইসা গুহা ও অ্যালিসন মিচেল এবং অস্ট্রেলিয়ার মেলাইন জোন্স।

এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারের তালিকাঃ-
ইংল্যান্ডঃ- ইয়ান ওয়ার্ড, মার্ক নিকোলাস, মাইকেল অ্যাথারটন, নাসের হুসেইন, ইসা গুহা ও অ্যালিসন মিচেল।
অস্ট্রেলিয়াঃ- মাইকেল ক্লার্ক, মাইকেল স্ল্যাটার ও মেলাইন জোন্স।
নিউজিল্যান্ডঃ- ব্রেন্ডন ম্যাককালাম, ইয়ান স্মিথ ও সাইমন ডুল।
ভারতঃ- হার্শা ভোগলে, সঞ্জয় মাঞ্জরেকার ও সৌরভ গাঙ্গুলি।
দক্ষিণ আফ্রিকাঃ- শন পোলক ও গ্রায়েম স্মিথ।
পাকিস্তানঃ- ওয়াসিম আকরাম ও রমিজ রাজা।
উইন্ডিজঃ- ইয়ান বিশপ ও মাইকেল হোল্ডিং।
শ্রীলংকাঃ- কুমার সাঙ্গাকারা।
জিম্বাবুয়েঃ- পমি মবঙ্গোয়া।
বাংলাদেশঃ- আতাহার আলি খান।