promotional_ad

একাদশ নির্বাচনে মধুর সংকট দেখছেন সুজন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচের একাদশ নির্বাচনে মধুর সংকট দেখছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। স্কোয়াডের প্রায় সব ক্রিকেটারের সাম্প্রতিক সময়ের দুর্দান্ত পারফর্মেন্সে ফাইনালের একাদশ নিয়ে ভাবাচ্ছে সাবেক এই অধিনায়ককে।


ওপেনিংয়ে টানা দুই ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন সৌম্য, এরপর তিনি বিশ্রামে গেলে তাঁর জায়গায় খেলা লিটন দাসও হাঁকিয়েছেন ফিফটি। মোহাম্মদ মিঠুনও পেয়েছেন রানের দেখা। 


এছাড়া নিয়মিত বোলারদের পাশাপাশি বল হাতে দ্যুতি ছড়িয়েছেন আবু জায়েদ রাহি। সবমিলিয়ে বিষয়টি দারুণ উপভোগ করছেন এই বোর্ড পরিচালক। বৃহস্পতিবার একাদশ নিয়ে কথা বলার সময় জানান,  



promotional_ad

'একাদশ নির্বাচন মধুর সংকট। নিঃসন্দেহে আমরা সেরা একাদশ রাখব। রাহি দারুণ বোলিং করেছে। তারপরও যেহেতু ১১ জনের খেলা ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নেবে। নির্বাচন করতে হবে কাকে নিলে বেশি অবদান রাখতে পারবে। সবার মধ্যে সুস্থ একটা প্রতিযোগিতা চলছে সেটা ভালো। 


'সবাই পারফর্ম করছে এসব পুরো দলকেই জাগিয়ে তুলবে বলে আমি মনে করি। সব বোলার যখন ভালো করে তখন যে কেউ নিজের সেরাটা দিতে চাইবে। দায়িত্ব তো সবসময়ই থাকে। এটা একটা ভাল ব্যাপার তৈরি হবে যেহেতু সবাই ফর্মে আছে।'


মূলত কন্ডিশনের উপরেই তৈরি করা হবে একাদশ, বিশ্বাস সুজনের। ফ্ল্যাট উইকেট থাকলে কয় পেসার অথবা মন্থর উইকেট থাকলে স্পিনার মেহেদি মিরাজ খেলবেন কিনা- সবই নির্ভর করছে সেই কন্ডিশনের উপরেই। 


'সত্যি কথা বলতে গেলে এটা তো কন্ডিশন মাথায় রেখে করতে হবে। কালকে কেমন উইকেট হবে..গতকালের উইকেট যথেষ্ট ফ্ল্যাট ছিল। যদি উইকেট মন্থর হয় তখন কাকে খেলাবেন এগুলো কন্ডিশন দেখে বলতে হবে। 



'চার পেসার নিয়েই খেলবে কিনা অথবা সৌম্য টানা দুই ম্যাচে রান করেছে সেটাও একটা বড় ব্যাপার। লিটনও রান করেছে। মিঠুনও রান করেছে যদিও গত ম্যাচে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। কালকে কারা খেলবে..আসলে কন্ডিশন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball