তামিমের অন্যরকম সেঞ্চুরি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি পঞ্চাশ বা তার ঊর্ধ্বে ইনিংস খেলেছেন ওপেনার তামিম ইকবাল খান। সবমিলিয়ে একশটি পঞ্চাশ বা তার ঊর্ধ্বে ইনিংস খেলেছেন তিনি।
মজার বিষয় হচ্ছে এই তালিকায় শীর্ষে থাকা পাঁচ ক্রিকেটারের চারজনই খেলে যাচ্ছেন বর্তমানে। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি মিলিয়ে সাকিব পঞ্চাশ বা তার ঊর্ধ্বে ইনিংস খেলেছেন ৮৬ টি। তবে এই দুজনের কাছাকাছি আর কেউ নেই।
তিন ফরম্যাটে ৬৮ টি পঞ্চাশ বা তার ঊর্ধ্বে ইনিংস নিয়ে তালিকার তিনে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তালিকায় চার নম্বরে আছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
তাঁর পঞ্চাশ বা তার ঊর্ধ্বে খেলা ইনিংস সংখ্যা ৪৬ টি। এছাড়া পাঁচ নম্বরে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। মি. ফিফটি খ্যাত এই ক্রিকেটারের পঞ্চাশ বা তার ঊর্ধ্বে খেলা ইনিংস সংখ্যা ৪১ টি।