promotional_ad

ইংলিশ পেসারদের ঘুম হারাম করেছেন আর্চার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড দলে জোফরা আর্চারের অন্তর্ভুক্তি চিন্তার ভাঁজ ফেলেছে ক্রিকেটারদের কপালে। দলে প্রতিযোগিতা বৃদ্ধির পাশাপাশি এখন কারও স্থান নিরাপদ নয়। এমনকি রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ইংলিশ বোলারদেরও।


চলতি পাকিস্তান সিরিজের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। ১৭জনের মধ্যে থেকে ১৫ জনকে নিয়ে বিশ্বকাপে খেলতে যাবে ইয়ন মরগানের দল। চলতি সিরিজে পারফর্ম করে বিশ্বকাপে দলে জায়গা করে নেয়ার তাই সুযোগ রয়েছে অনেকের।



promotional_ad

যে কারণে বিশ্বকাপ দলে থাকলেও নিজের জায়গা নিয়ে স্বস্তিতে নেই আরেক ইংলিশ পেসার ক্রিস ওকস। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভালো পারফর্ম করেছেন, এই ধারাবাহিকতা পরের ম্যাচগুলোতেও ধরে রাখতে চান তিনি।


'দলে আপনার স্থানটা সবসময় নিরাপদ নয়। কিন্তু দলে জায়গা ধরে রাখতে আপনাকে সবসময় পারফর্ম করে জেতেই হবে। আমি উচ্ছ্বসিত যে এই ম্যাচে ভালো করতে পেরেছি। আপনি মনে করছেন যে আপনি নিরাপদ কিন্তু ব্যক্তিগত ভাবে আমি ম??ে করি দল নির্বাচন না হওয়া পর্যন্ত আমি নিরাপদ না। আশা করছি নিরপদ আছি, দেখা যাক।'


আরেক ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট কয়েকদিন আগে জানিয়েছিলেন আর্চারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারলে বিশ্বকাপে আরো শক্তিশালী হয়ে উঠবে ইংল্যান্ড। তিনি বলেন, 



'যারাই নিজেদের সেরাটা দিতে পারবে তাঁদের উচিৎ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা। জোফরা যদি না পারফর্ম করতো, তাহলে হয়তো অন্য কেউ ঘুরে দাঁড়াত। যদি তাঁরা ভাল বোলিং করতে পারে তাহলে তাঁরা অবশ্যই দলে আসার প্রত্যাশা করবে।'  


শুক্রবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাঠে নামবে ইংল্যান্ড। ইতিমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball