ঘরোয়া লিগের বোলিং করেই সফল রাহি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে আলো ছড়িয়েছেন পেসার আবু জায়েদ রাহি। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। অধিনায়ক মাশরাফির উপদেশ মেনে চাপ না নিয়ে ঘরোয়া লিগের মতো বোলিং করেই সফল হয়েছেন তিনি।


বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে বল হাতে দুর্দান্ত ছিলেন রাহি। চিটাগং ভাইকিংসের হয়ে খেলা এই পেসার ১৩ ম্যাচ খেলে নিয়েছেন ১৮ উইকেট। সর্বোচ্চ উইকেটের দিক থেকে সপ্তমে অবস্থান ছিল তাঁর। ত্রিদেশীয় সিরিজের ঠিক আগে শেষ হওয়া ঢাকা লিগের পারফর্মেন্সও দারুণ ছিল রাহির। ৫.৫৮ ইকোনমিতে ১০ ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন তিনি।


promotional_ad

আন্তর্জাতিক ম্যাচের চাপ না নিয়ে বিপিএল, ঢাকা লিগের বোলিংটাই রাহিকে করার পরামর্শ দিয়েছিলেন দলের অধিনায়ক। চেষ্টা করেছেন সেরকমই, সফলও হয়েছেন তিনি। ম্যাচ সেরা পুরষ্কার পাওয়া রাহি বলেন, 


'অভিষেক ম্যাচে কিছু চাপ তো ছিলই। আজকে কোনো চাপ ছিল না। মাশরাফি ভাই বারবার বলেছিলেন, ‘তুই মন খুলে বল কর। যে রকম ঢাকা লিগে, বিপিএলে বোলিং করিস, সেভাবেই মন খুলে কর। সংশয় নিয়ে বোলিং করিস না। যেটা করার ইচ্ছা কর।’ আমি সেভাবেই করার চেষ্টা করেছি।'


উইন্ডিজদের বিপক্ষে অভিষেক ম্যাচে উইকেট শূন্য ছিলেন রাহি, রানও খুইয়েছেন বেশ, ৬.২২ ইকোনমি ছিল তাঁর। বেশ করেই চাইছিলেন একটি উইকেট। দ্বিতীয়বারের সুযোগটা কাজেও লাগিয়েছেন তিনি।


৬.৪৪ ইকোনমিতে তুলে নিয়েছেন পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি, উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ও' ব্রায়ান এবং গ্যারি উইলসনের উইকেট। বিশ্বকাপের স্কোয়াডে থাকা রাহির জন্য আইরিশদের বিপক্ষে ম্যাচটি আত্মবিশ্বাসের পালে হাওয়া দিয়েছে। তবে সামনে অনেক পথ বাকি তাঁর, জানেন রাহি,


'অবশ্যই ভালো লাগছে। শুরুতে চাইছিলাম একটা উইকেট যেন অন্তত পাই। দুটি হলে তো আরও ভালো। আত্মবিশ্বাস বেড়েছে, তবে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball