promotional_ad

অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসের ছোঁয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আগে বাংলাদেশ দলের কাপ্তান মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে আত্মবিশ্বাসের সুর শোনা গেল। বুধরার আয়ারল্যান্ডের বিপক্ষে বড় রান তাড়া করে জয়ের পর দলের পারফর্মেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।


প্রথমে ব্যাট করা আইরিশরা বড় স্কোরের ইঙ্গিত দিলেও আবু জায়েদ রাহির ৫ উইকেটের দিন দলীয় ৩০০ ছুঁতে পারে নি স্বাগতিকরা। ব্যাটিংয়ে ফর্মে থাকা সৌম্য সরকারকে বেঞ্চে বসিয়ে লিটন দাসকে খেলিয়েও উপকার হয়েছে বাংলাদেশের। 



promotional_ad

তামিম এবং লিটন দুইজনই হাঁকিয়েছেন ফিফটি, সাকিবের ব্যাট থেকেও এসেছে ৫০ রান। আনুষ্ঠানিকতার ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। স্বভাবতই ১৭ তারিখের ফাইনালের আগে অধিনায়কের কণ্ঠে শোনা গিয়েছে আত্মবিশ্বাসের কথা। 


মাশরাফির ভাষায়, 'আমরা সিরিজে টানা তিনটি ম্যাচই জিতেছি যা ফাইনালের আগে আমাদের অনেক আত্মবিশ্বাস দিবে। ফাইনালের ব্যাপারে আরও আত্মবিশ্বাসী আমরা।' 


দলীয় নৈপুণ্যেই এই জয় এসেছে বলে সন্তুষ্ট দলপতি মাশরাফি। টপ অর্ডার ব্যাটসম্যানরা রান পেয়েছেন এবং বল হাতে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আবু জায়েদ রাহি। 



'৩০০ রান তারা করার মত আত্মবিশ্বাস ছিল আমাদের। রাহি বল হাতে অসাধারণ ছিল আর দলের ব্যাটিংয়ের প্রশংসা করতেই হয়, বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা অনেক ভালো খেলেছে।'


শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে আরও ৬বার ফাইনালে উঠলেও জিততে পারে নি টাইগারা। তাই এবার সুযোগ রয়েছে ফাইনালে বড় কিছু অর্জন করার। 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball