বিশ্বকাপকে দুর্নীতিমুক্ত রাখতে আইসিসির অভিনব পন্থা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপকে দুর্নীতিমুক্ত রাখতে অভিনব এক পন্থা অনুসরণ করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার সবগুলো দলের সঙ্গেই থাকছে আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তা!
ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফ প্রকাশ করেছে এমনই এক তথ্য। ওয়ার্ম আপ বা প্রস্তুতি ম্যাচ থেকে আসরের শেষ পর্যন্ত দশটি দলেই নাকি থাকছে আলাদা আলাদা নিরাপত্তা কর্মী।

আইসিসির বরাত দিয়ে ডেইলি টেলিগ্রাফ লিখেছে, 'আগে আইসিসির দুর্নীতি দমন ইউনিট প্রত্যেকটি ভেন্যুতে নজর দিতো। একটি আসর চলাকালে একই দলকে অনেক নিরাপত্তা কর্মীর সঙ্গে পরিচিত হতে হতো।
'এখন আগের অফিসিয়ালরাই সবগুলো দলের সঙ্গে আলাদা ভাবে থাকবে। ওয়ার্ম আপ ম্যাচ থেকে বিশ্বকাপের শেষ অব্দি হোটেলে থাকা, হোটেলের বাইরে ঘুরতে যাওয়া, অনুশীলনে যাওয়া এবং মূল ম্যাচে স্টেডিয়াম যাওয়া পর্যন্ত সবকিছুতে ক্রিকেটারদের সঙ্গে তাঁরা থাকবে।'
মূলত তিনটি কারণে আইসিসির এমনটা করছে বলে ডেইলি টেলিগ্রাফ তাঁদের প্রতিবেদনে লিখেছে। প্রধান কারণ হচ্ছে আসন্ন বিশ্বকাপকে ফিক্সিং বা সমজাতীয় কিছু থেকে বিরত রাখতে।
দ্বিতীয় কারণ হচ্ছে, আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সঙ্গে ক্রিকেটারদের সুসম্পর্ক বাড়াতে। এছাড়া আইসিসির নিযুক্ত প্রহরীদের কাজ করতেও এবার সুবিধা হবে বলে আইসিসির বিশ্বাস।
'একই দলের সঙ্গে যখন পুরো আসরে একই কর্মকর্তা থাকবে, তাঁরা তখন ক্রিকেটারদের গতিবিধিতে ভালোভাবে নজর রাখতে পারবে। ক্রিকেটারদের কাছাকাছি থাকা এবং ড্রেসিং রুমে বা এর বাইরে তাঁদের কাজকর্মে সন্দেহজনক কিছু আসলেই তাঁরা সহজে তদন্ত করতে পারবে।'