নিষিদ্ধ মরগান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। নিষেধাজ্ঞার ফলে সিরিজে চতুর্থ ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি।
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নির্ধারিত ৩ ঘন্টা ২০ মিনিটের চেয়ে প্রায় ২৯ মিনিট বেশি সময় নিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষ করেছিল ইংল্যান্ড। ওভার শেষ করতে তাদের প্রায় ৪ ঘন্টা লেগেছিল।

স্লো ওভার রেটের জরিমানা গুনলেও রান বন্যার ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইংল্যান্ড। পাকিস্তানের ৩৫৮ রানের সংগ্রহ ৩১ বল ও ৬ উইকেট হাতে রেখে জিতেছে ইংলিশরা।
চলতি বছর দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হয়েছেন মরগান। এর আগে চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের একটি ম্যাচেও স্লো ওভার রেটের দায়ে জরিমানা গুনেছিলেন মরগান।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এরপর টানা দুই ম্যাচে দারুণ জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৯ মে। এরপর ২৪ মে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।