রাহির ৫ উইকেটের দিনে বড় লক্ষ্য পেল বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বুধবার ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। শুক্রবার উইন্ডিজদের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার বড় সুযোগ ছিল বাংলাদেশের সামনে। এছাড়া এই ম্যাচে বেঞ্চ শক্তি পরীক্ষা করতে একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। ম্যাচটিতে অবশ্য টস ভাগ্য যায় নি বাংলাদেশের পক্ষে। প্রথমে ব্যাট করে ওপেনার পল স্টার্লিংয়ের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৯৩ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে এদিন ৫ উইকেট তুলে নিয়ে আলো ছড়িয়েছেন পেসার আবু জায়েদ রাহি।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি আইরিশদের। ইনিংসের চতুর্থ ওভারে ম্যাককলামকে সাজঘরে পাঠান চলতি সিরিজে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা পেসার রুবেল হোসেন। শুরুতে উইকেট হারালেও তিন নম্বরে নামা আন্ড্রু বালবিরনি সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন স্টার্লিং।
বালবিরনি ইনিংসের ১১তম ওভারে মুশফিকুর রহিমের হাতে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নেন আবু জায়েদ রাহি। দুই উইকেট হারিয়ে বসা আইরিশরা এরপর দেখে শুনে খেলতে থাকেন।

অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডকে সঙ্গে নিয়ে দলকে ১০০ রানের পুঁজি এনে দেয়ার পাশাপাশি ফিফটি তুলে নেন স্টার্লিং। ফিফটি হাঁকানোর পর সাকিব আল হাসানের প্রথম ওভারেই সাইফুদ্দিনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেই ক্যাচ সাইফ লুফে নিতে ব্যর্থ হলে জীবন পেয়ে রানের গতি বাড়াতে থাকেন তিনি।
তাঁকে দারুণ সঙ্গ দেন অধিনায়ক পোর্টারফিল্ড। দুজন মিলে ১৮৪ রানের জুটি গড়ে আইরিশদের বড় স্কোরের ভিত গড়ে দেন। ব্যক্তিগত ৯৪ রানে রাহির দ্বিতীয় শিকার হয়ে পোর্টারফিল্ড ফিরে গেলেও দ্রুত রান তুলতে থাকেন স্টার্লিং।
ইনিংসের ৪৭তম ওভারে জোড়া আঘাত হানার পাশাপাশি স্টার্লিংকে ১৩০ রানে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন রাহি। ৪৯তম ওভারের চতুর্থ বলে উইলসনকে ফিরিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট পাওয়ার পাশাপাশি ইংল্যান্ড বিশ্বকাপের জন্য নিজের টিকিটটাও অনেকখানি নিশ্চিত করেন এই পেসার।
শেষ ওভারে সাইফুদ্দিন ২ উইকেট তুলে নিলে ৩০০ রান স্কোরবোর্ডে যোগ করতে পারে নি স্বাগতিকরা। ৮ উইকেটে ২৯২ রান নিয়ে ইনিংস শেষ করে আয়ারল্যান্ড। ৯ ওভারে ৫৮ রান দিয়ে ৫ উইকেট নেন রাহি।
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ডঃ ২৯২/৮, ৫০ ওভার
(স্টার্লিং ১৩০; রাহি ৫/৫৮)