রাহির অভিষেক উইকেট

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ডঃ ৫৯/২, ১০.৪ ওভারে

স্টার্লিং ৩২;
ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামেছে বাংলাদেশ। আজকের এই ম্যাচে টসে জিতে বর্তমানে ব্যাটিং করছে আয়ারল্যান্ড।
রাহির প্রথমঃ উইন্ডিজদের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে উইকেট না পেলেও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে এই দুঃখ দূর করেছেন আবু জায়েদ রাহি। আন্ড্রু বালব্রিনিকে সাজঘরে ফিরিয়ে তুলে নিয়েছেন প্রথম আন্তর্জাতিক উইকেট।
রুবেলের হানাঃ ইনিংসের চতুর্থ ওভারে এবং ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসেই বাংলাদেশ দলকে উইকেট উপহার দেন পেসার রুবেল হোসেন। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে দলের বাইরে ছিলেন তিনি।
আইরিশ ওপেনার জেমস ম্যাককালামকে মাত্র ৫ রানে ফিরিয়েছেন তিনি। লেন্থ থেকে বের হয়ে যাওয়া বলে ড্রাইভ করতে দিয়ে এজ হয়ে স্লিপে থাকা লিটন কুমার দাসের হাতে ধরা পড়েন তিনি।