promotional_ad

চার পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার আজকের ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। নিয়ম রক্ষার এই ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে চাইছেন নির্বাচকেরা।


আর সেই কারণে একাদশে আজ মেহেদি হাসান মিরাজের পরিবর্তে দলে রাখা হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন তিনি আজ। এছাড়াও মোহাম্মদ মিঠুনের পরিবর্তে মোসাদ্দেক হোসেন সৈকত, পেসার মুস্তাফিজুর রহমানের বদলে রুবেল হোসেন এবং সৌম্য সরকারের পরিবর্তে রাখা হয়েছে লিটন কুমার দাসকে। 


এদিকে এরই মধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। ডাবলিনের ক্যাসেল এভিনিউ মাঠে বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় মাঠে খেলতে নামবে দুই দল। 



promotional_ad

আজকের ম্যাচের আগেই অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছে সিরিজটির দুই ফাইনালিস্ট দল। শুক্রবার সিরিজের ফাইনালে মুখোমুখি হবে উইন্ডিজ এবং বাংলাদেশ। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে।


বাংলাদেশ একাদশঃ  


মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত।  


আয়ারল্যান্ড একাদশঃ  



পল স্টারলিং, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবির্নি, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), কেভিন ও'ব্রায়ান, মার্ক অ্যাডেয়ার, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, বয়েড র‍্যানকিন, ব্যারি ম্যাকার্থি, জস লিটল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball