promotional_ad

টিভিতে বিশ্বকাপ দেখা মেনে নেয়া কঠিনঃ হ্যাজেলউড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার ঘোষিত ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পাওয়ায় বেশ হতাশ পেসার জস হ্যাজেলউড। বিশ্বকাপে তাঁর সতীর্থরা যখন মাঠ মাতাবেন তখন ঘরে বসে টিভিতে খেলা দেখতে হবে তাঁকে, বিষয়টিই হ্যাজেলউডকে তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত। 


গত বিশ্বকাপ আসরে অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন ২৮ বছর বয়সী এই অজি। দলের শিরোপা অর্জনে ভূমিকা রেখেছিলেন তিনি। এছাড়াও ২০১৭ সালে তিনি ছিলেন ওয়ানডেতে এক নম্বর বোলার। কিন্তু এবারের বিশ্বকাপে ফিটনেসের অভাব থাকায় হ্যাজেলউডকে স্কোয়াডে রাখেননি নির্বাচকেরা। 



promotional_ad

গত জানুয়ারিতে পিঠের ইনজুরিতে পড়া এই পেসার খুব বেশি অনুশীলনের সুযোগ পাননি বিধায় পুরোপুরি ফিট হতে পারেননি। দলের বাইরে থেকে দর্শক হিসেবে খেলা দেখা মানতেই পারছেন না হ্যাজেলউড।


'এটি অবশ্যই বেশ হতাশাজনক। বিশ্বকাপ মাত্র চার বছর পর পর আসে। আমি যথেষ্ট ভাগ্যবান ছিলাম যে গত বছর নিজের মাটিতে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিলাম। এটি আমাকে কিছুটা আঘাত করবে যখন টুর্নামেন্ট শুরু হবে এবং আপনারা টিভিতে খেলা দেখবেন। এটি মেনে নেয়া কঠিন। এটি একটি সাধারণ ওয়ানডে সিরিজ নয়, এটি একটি বিশ্বকাপ।'


ইনজুরিতে পড়ার পর দীর্ঘ চার মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে হ্যাজেলউডকে। সেই কারণে সময়মতো শতভাগ ফিট হয়ে ফেরা হয়নি তাঁর। তবে বিশ্বকাপের মাঝপথে কেউ ইনজুরিতে পড়লে হয়তো সুযোগ মিলতে পারে এই বোলারের। সেই অপেক্ষাতে আছেন তিনি। হ্যাজেলউডের ভাষায়,



'চার মাস ক্রিকেট না খেলা আমার বিপক্ষে গিয়েছে। আমি তাঁদের (নির্বাচকদের) বিষয়টি বুঝতে পারছি। আমার ধারণা যদি কেউ টুর্নামেন্টের মাঝপথে ছিটকে যায় তাহলে হয়তো আমার সুযোগ আসবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball