পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল এরই মধ্যে নিশ্চিত করে ফেলায় আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বিবেচিত হচ্ছে অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ হিসেবে।
আর সেই কারণে আজ ক্লনটার্ফে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। একাদশে আজ সৌম্য সরকারের পরিবর্তে লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজের বদলে মোসাদ্দেক হোসেন সৈকত কিংবা ইয়াসির আলির সুযোগ মিলতে পারে।
অপরদিকে বোলিং বিভাগেও আসতে পারে বেশ কিছু পরিবর্তন। একাদশে ডাক পাওয়ার সম্ভাবনা থাকছে রুবেল হোসেন কিংবা তাসকিন আহমেদের। সেক্??েত্রে বিশ্রাম দেয়া হতে পারে উইন্ডিজের বিপক্ষে গত ম্যাচে ৪ উইকেট তুলে নেয়া মুস্তাফিজুর রহমানকে। তবে শেষ ম্যাচে ৫৬ রানে উইকেটশূন্য থাকা আরেক পেসার আবু জায়েদ রাহিকে আজ আরেকটি সুযোগ দিতে পারেন নির্বাচকেরা।

এদিকে একাদশে একটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আইরিশদেরও। আজকের ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে অফস্পিনার এন্ডি ম্যাকব্রাইনের। ফলে সাইড বেঞ্চে বসতে পারেন ডান হাতি পেসার টিম মুরতাঘ। এছাড়া আর তেমন পরিবর্তনের সম্ভাবনা থাকছে না স্বাগতিকদের দলে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ব্যাটসম্যান), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস/ সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ/ মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান/ তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি।
আয়ারল্যান্ড একাদশ (সম্ভাব্য)-
পল স্টার্লিং, জেমস ম্যাককলাম, উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, জর্জ ডকরেল, জশ লিটল, টিম মুরতাঘ/ অ্যান্ড্রু ম্যাকব্রাইন, কেভিন ও’ব্রায়েন (উইকেটরক্ষক), বয়েড র্যাঙ্কিন, মার্ক অ্যাডায়ার, গ্যারি উইলসন।