নির্বিঘ্নেই মাঠে গড়াবে আজকের ম্যাচ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ডাবলিনের ক্লনটার্ফে আজ রোদ ঝলমলে আকাশ থাকবে।
সুতরাং বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে অনুষ্ঠিতব্য ম্যাচটির আগে বৃষ্টি নিয়ে বাড়তি দুশ্চিন্তা করতে হচ্ছে না দুই দলকে।
আবহাওয়া রিপোর্ট বলছে স্থানীয় সময় ভোর ৬টা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত পরিষ্কার থাকবে আকাশ। আর দিনের বেলা বিরাজ করবে কড়া রোদ। তবে রাত ১০টার পরে মেঘের আনাগোনা কিছুটা দেখা যেতে পারে। সবমিলিয়ে নির্বিঘ্নেই অনুষ্ঠিত হবে আজকের ম্যাচটি।
এর আগে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের। কিন্তু ভারী বর্ষণের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছিলেন ম্যাচ রেফারি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

উল্লেখ্য ৩ ম্যাচের ২টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে টুর্নামেন্টের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। অপরদিকে ৪ ম্যাচের মধ্যে ২টিতে জয় নিয়ে ফাইনালে টাইগারদের প্রতিপক্ষ উইন্ডিজ। আর ৩ ম্যাচে জয় শূন্য থাকা স্বাগতিক আয়ারল্যান্ড এরই মধ্যে ছিটকে পড়েছে সিরিজটি থেকে।
বাংলাদেশ স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তামিম ইকবাল,সাব্বির রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাঈম হাসান, তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।
আয়ারল্যান্ড স্কোয়াডঃ
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র্যাঙ্কিন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, লরক্যান টাকার, গ্যারি উইলসন।