জোন্সের চোখে ফেভারিট ইংল্যান্ড-ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডিন জোন্সের চোখে আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা পাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও ভারত। তিনি ফেভারিটের কাতারে রাখছেন না নিজ দল অস্ট্রেলিয়াকে।
বিশ্বকাপে ইংল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন এই সাবেক স্টাইলিশ ব্যাটসম্যান। ভারতও নিজেদের সামর্থ্য দেখিয়ে শিরোপা জিতে পারে বলে বিশ্বাস জোন্সের।

'আমি আশা করছি ইংল্যান্ড ভালো করবে, আমার চোখে ফেভারিট তাঁরাই। তাঁরা খুবই কঠিন প্রতিপক্ষ। ভারতও এই জায়গায় উঠে আসতে পারে এবং চমক দেখাতে পারে। অস্ট্রেলিয়াও ভালো করতে পারে, তবে আমার চোখে দুই ফেভারিট ভারত ও ইংল্যান্ড।'
দ্বাদশ এই ওয়ানডে বিশ্বকাপের আসরে অংশ নিচ্ছে মোট দশটি দল। প্রতিটি দলই প্রত্যেকের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল উঠবে সেমি ফাইনালে।
সেমিতে না উঠলেও প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। লিগ পর্বের ফরম্যাটটিকে পছন্দ করলেও, নক আউটের ফরম্যাটটিকে কোনো ভাবেই মেনে নিতে পারছেন না জোন্স।
তাঁর মতে লিগ পর্বে কোনো দল সব ম্যাচে জিতে নক আউটে জায়গা করে নিলেও, সেমিফাইনালে গিয়ে কোনো ভাবে হেরে গেলে তাদের আর কোনো সুযোগ থাকবে না। এর উদাহরণ দিতে গিয়ে ভারতের নাম নিয়েছেন সাবেক এই অজি ব্যাটসম্যান।
'বেশ কয়েকটি কারণে এই ফরম্যাটটি আমার পছন্দের। এর মধ্যে একটি হলো, প্রত্যেকেই প্রত্যেকের বিপক্ষে খেলবে। কেউ কারোর মুখোমুখি হওয়া থেকে বাঁচতে পারবে না। তবে ফাইনাল পর্বের (নক আউট) ফরম্যাটটি আমার পছন্দ হয়নি। আমি বলতে চাই যদি ঘটনাক্রমে ভারত ৯টি ম্যাচেই জিতে এবং নক আউটে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির পরিস্থিতিতে পরে এবং তাঁরা ব্যর্থ হয়। সেমিফাইনালে কোনো দল যদি হেরে যায় তবে তাদের জন্য, আইসিসি কোনো দ্বিতীয় সুযোগের ব্যবস্থা রাখেনি।'